For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গণতন্ত্রে ভয়ই বাধা, মমতাকে নিশানা করতে গিয়ে চানক্য-রবীন্দ্রনাথ শরণে ধনখড়

মুকুল রায়কে (mukul roy) বিজেপিতে ভয় দেখানো হয়েছি, অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। আর রাজ্যপালের অভিযোগ রাজ্যে ভয়ের বাতাবরণ। সেখানে গণতন্ত্র বিকশিত হতে পারে না। ফলে ভয় দূর করতে রা

  • |
Google Oneindia Bengali News

মুকুল রায়কে (mukul roy) বিজেপিতে ভয় দেখানো হয়েছি, অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। আর রাজ্যপালের অভিযোগ রাজ্যে ভয়ের বাতাবরণ। সেখানে গণতন্ত্র বিকশিত হতে পারে না। ফলে ভয় দূর করতে রাজ্যপাল চাণক্য আর কবি গুরুর শরণে।

রাজ্যপালের অভিযোগ

রাজ্যপালের অভিযোগ

রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব রাজ্যপাল। তিনি ছুটে গিয়েছিলেন কোচবিহারে, তিনি গিয়েছিলেন নন্দীগ্রামের একাধিক জায়গায়। সেখানে সাধারণ মানুষ পায়ে পড়েছেন রাজ্যপালের। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তাঁর শপথ নেওয়ার আগে পর্যন্ত রাজ্যে হিংসার কিছু ঘটনা ঘটলেও পরের পরিস্থিতি নিয়ন্ত্রণে। যদি তা মানতে নারাজ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। সরব হয়েছেন রাজ্যপালও।

বিজেপি সাংসদের ওপরে হামলা নিয়ে সরব রাজ্যপাল

বিজেপি সাংসদের ওপরে হামলা নিয়ে সরব রাজ্যপাল

রাজ্যপাল সরব হয়েছেন, জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়ের ওপরে হামলা নিয়ে। শুক্রবার রাজগঞ্জে সাংসদের ওপরে হামলা হয়। তাঁর নিজের ছবি দিয়ে সাংসদ অভিযোগ করেন তৃণমূলের গুণ্ডারা তাঁর এবং বিজেপির দলীয় সমর্থকদের ওপরে হামলা করেছে। বিজেপি সাংসদের সেই টুইটকে ট্যাগ করেছেন রাজ্যপাল। পাশাপাশি টুইটে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ এবং আইপিএস অ্যাসোসিয়েশনকে এই ধরনের আইনশৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান করেছেন।
টুইটে রাজ্যপাল বলেছেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার মুখে। ভোট পরবর্তী হিংসায় সরকারের মদন রয়েছে। মুখ্যমন্ত্রী ও পুলিশের ভূমিকাতেই তা প্রমাণিত।

টুইটে চাণক্য ও কবিগুরু শরণে রাজ্যপাল

টুইটে চাণক্য ও কবিগুরু শরণে রাজ্যপাল

এদিন সকালে করা টুইটে রাজ্যপাল বলেছেন, চাণক্য বলেছিলেন যখনই ভয় কাছে আসবে, তাকে হামলা করে ধ্বংস করতে হবে। অন্যদিকে কবিগুরু বলেছিলেন, চিত্ত যেথা ভয়শূন্য উচ্চযেথা শির। এক্ষেত্রে রাজ্যপাল ভয় দূর করে মাথা উঁচু করার কথাই বলতে চেয়েছেন বলেও মন্তব্য করেছেন। যদিও রাজ্যপালের টুইটকে গুরুত্ব দিতে কোনওভাবেই রাজি নয় তৃণমূল কংগ্রেস। রাজ্যপালকে বিজেপির নেতা বলেই কটাক্ষ করেছে ঘাসফুল শিবির।

মুকুল রায়কে ভয় দেখানো হচ্ছিল

মুকুল রায়কে ভয় দেখানো হচ্ছিল

শুক্রবার প্রায় ৩ বছর ৯ মাস পরে মুকুল রায় তৃণমূলে ফিরে আসার পরে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন মুকুল পুরনো ছেলে। বিজেপিতে মুকুল ভাল ছিল না। তৃণমূলে ফিরে মুকুল শান্তি পেল। তিনি আরও বলেন বিজেপিতে মুকুল রায়কে এজেন্সির ভয় দেখানো হচ্ছিল। বিজেপিকে তিনি নির্দয় দলও বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, মুকুল রায়ের সঙ্গে তাঁর আদর্শের ফারাক হয়নি। পাশাপাশি তিনি (মুকুল) ভোটের সময় তৃণমূলের বিরুদ্ধে কোনও কথা বলেননি বলেও মন্তব্য করেন।

আগামী ৪৮ ঘন্টায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা, মায়ানগরীতে জারি সতর্কতাআগামী ৪৮ ঘন্টায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা, মায়ানগরীতে জারি সতর্কতা

English summary
Jagdeep Dhankhar targets CM Mamata Banerjee on Democracy issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X