For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা-রাজ্যপাল বৈঠকে বরফ গলল এক লহমায়! বেনজির-কাণ্ডে কৌতুহল বিধানসভায়

মমতা-রাজ্যপাল বৈঠকে বরফ গলল এক লহমায়! বেনজির-কাণ্ডে কৌতুহল বিধানসভায়

  • |
Google Oneindia Bengali News

রাজ্যপাল রাজ্যে পা দেওয়ার পর থেকেই বিতর্ক পিছু ছাড়ছিল না। রাজ্যের সঙ্গে পরতে পরতে সংঘাত লেগেছিল রাজ্যপালের। সেই আবহেই বিধানসভায় রাজ্যপালের ভাষণের আগে বিতর্কের ঘনঘটা শুরু হয়েছিল। তবে রাজ্যপাল বিরোধিতা তো গেলেনই না, বাজেট-বক্তৃতার পরে অধ্যক্ষের ঘরে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপাল বৈঠকও করলেন।

মমতা-রাজ্যপাল বৈঠকে বরফ গলল এক লহমায়! বেনজির-কাণ্ডে কৌতুহল বিধানসভায়

এই বৈঠককে এককথায় বেনজির তকমা পেল। প্রায় ৩০ মিনিট রাজ্যপাল বৈঠক করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও। বৈঠকে কী কথা হয়েছে, তা নিয়ে অবশ্য কেউই কোনও মুখ খোলেননি। এই বৈঠককে ঘিরে তীব্র কৌতুহল তৈরি হয় বিধানসভায়।

এদিন বিধানসভায় বাজেট বক্তৃতা শেষ করে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ঢুকে পড়েন অধ্যক্ষের ঘরে। তা দেখে অনেকেই হকচকিয়ে যান। খানিক পরেই অধ্যক্ষের ধরে ঢোকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উভয়ে ৩০ মিনিট কথা বলেন। এই বৈঠক নিয়েই জল্পনা শুরু হয়ে যায়।

এই বৈঠকের পর রাজ্যপালকে এগিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় ও বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের হাতে পুষ্পস্তবক তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরে গিয়ে রাজ্যপাল টুইট করে। তিনি লেখেন, আজ মহান সাংবিধানিক ঐতিহ্য মেনে আমি আজ আমার বক্তব্য পেশ করেছি। আশা করি, প্রত্য়েকেই সাংবিধানিক মর্যাদা রক্ষা করবেন।

মমতার পক্ষই নিলেন রাজ্যপাল! বাজেট অধিবেশনে তৃণমূল বিধায়কদের প্রস্তুতিই সার মমতার পক্ষই নিলেন রাজ্যপাল! বাজেট অধিবেশনে তৃণমূল বিধায়কদের প্রস্তুতিই সার

English summary
Governor Jagdeep Dhankhar meets with Mamata Banerjee in speaker’s house in Assembly. Governor gives speech according to State governments write up before
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X