For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'শিক্ষাকে বন্দি করা হচ্ছে',যাদবপুর নিয়ে ক্ষোভ উজাড় করলেন রাজ্যপাল

  • |
Google Oneindia Bengali News

'শিক্ষাকে বন্দি করে রাখা হচ্ছে'। এদিন যাদবপুরে সমাবর্তনের অনুষ্ঠান ঘিরে প্রবল অশান্তির মাঝে এমনই বাক্তা দিয়ে, ঘেরাও হও.ার পর ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে যান রাজ্যপাল জগদীপ ধানকর।

শিক্ষাকে বন্দি করা হচ্ছে,যাদবপুর নিয়ে ক্ষোভ উজার করলেন রাজ্যপাল

মমতা সরকার ও যাদবপুরের উপাচার্য সুরঢ্জন দাসের বিরুদ্ধে তুমুল ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, গোটা ঘটনাই চরম আইন শৃঙ্খলার বিপর্যের সামিল। এরপরই একঘণ্টা ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আটকে থাকার পর তিনি ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে যান। রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনকড়। আর সকাল থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে তাঁকে কালো পতাকা দেখানোর পর গো ব্যাক স্লোগান দেওয়ার পর তিনি ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে গেলেন। এরপর শুরু হয় সমাবর্তন। গোটা ঘটনার জন্য তিনি উপাচার্যকে দাবী করে বলেন, ' উপাচার্য গোটাা পরিস্থিতিতে নীরব দর্শকের ভূনিকায় রয়েছেন'। পাশাপাশি রাজ্যসরকারকেও এদিন তোপ দাগতে ছাড়েননি তিনি। রজায্পাল বলেন মুষ্ঠিমেয় কয়েকজন রাজনৈতিক কর্মীর জন্য এমন ঘটনা রাজ্যের শিক্ষাক্ষেত্রে ঘটছে।

এদিনের গোটা পরিস্থিতি কে 'যন্ত্রণাদায়ক' বলে ব্যাখ্যা করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এমন পরিস্থিতিকে আইনের পতন বলে দাবি করেন রাজ্যপাল। তিনি বলেন, কোনও মতেই তিনি এমন পরিস্থিতি বরদাস্ত করবেননা। তিনি জানানা কয়েকজন ব্যক্তির জন্য পড়ুয়াদের এমন পরিস্থিতি।এর নেপথ্যে রয়েছে রাজ্য সরকার।

English summary
Governor Jagdeep Dhankar' says State government has put education in capitivity
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X