For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জগদ্ধাত্রীপুজো ঘিরে আলোর রোশনাইয়ে মাতোয়ার চন্দননগর, রাজকীয় প্রতিমার কিছু ঝলক দেখে নিন

রাত পোহালেই জগদ্ধাত্রী পুজোর নবমী। আর নবমীর পুজো ঘিরে আজ অষ্টমীতে হুগলির চন্দননগরে উৎসবের সূর্য কার্যত মধ্যগগনে।

  • |
Google Oneindia Bengali News

রাত পোহালেই জগদ্ধাত্রী পুজোর নবমী। আর নবমীর পুজো ঘিরে আজ অষ্টমীতে হুগলির চন্দননগরে উৎসবের সূর্য কার্যত মধ্যগগনে। পরম্পরা মেনে আলোর রোশনাইয়ে সেজেছে ঐতিহ্যের শহর চন্দননগর। বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীর ঢলে উৎসবের আমেজে মাতোয়ারা এই এলাকার বিভিন্ন প্যান্ডেল। এক নজরে দেখে নেওয়া যাক কয়েকটি বিখ্যাত পুজোর ঝলক।

তেমাথা, চন্দননগর

তেমাথা, চন্দননগর

চন্দননগরের জগদ্ধাত্রী দেখতে এলে , তেমাথার ঠাকুর কেউই মিস করেন না! এখানের প্রতিমার আকার,আদল ও দৈর্ঘ দর্শনার্থীদের প্রতিবার মুগ্ধ করে ।

লক্ষ্মীগঞ্জ বাজারের পুজো

লক্ষ্মীগঞ্জ বাজারের পুজো

চন্দননগরের লক্ষ্মীগঞ্জ বাজারের পুজো ঘিরেও উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে। পুজো ঘিরে এখানের মণ্ডপেও ভিড় চোখে পড়ার মত।

গৌড়গাটি তেঁতুলতলার পুজো

গৌড়গাটি তেঁতুলতলার পুজো

চন্দননগরের গৌড়হাটি তেঁতুলতলার পুজো ঘিরে প্রতিবারই ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মত। এবারেও সেই ছবি একই। বেনারসীর সাজে এখানে মাতৃপ্রতিমা রাজকীয় রূপ ধারণ করে।

বাগবাজার চৌমাথা

বাগবাজার চৌমাথা

চন্দনগরের বাগবাজারের প্রতিমা এবারেও প্রথা মেনে সাবেকী সাজে ধরা দিয়েছে। পরম্পরা মেনে প্রতিমার সাজ, আর আলোর রোশনাইয়ে প্রতিবছরই মাত করে বাগবাজারের ঠাকুর।

সাতঘাট ,গোন্দোলপারা

সাতঘাট ,গোন্দোলপারা

চন্দননগর লাগোয়া গোন্দোলপারার ঠাকুরও এবছর মন জয় করে নিয়েছে দর্শনর্থীদের।

English summary
jagadhdhatri puja celebration at Chandannagore, see the famous idols
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X