নকশাল ও বামেদের গড়ে প্রার্থী দিয়েছে এবিভিপি, কার দখলে যাদবপুর? চলছে ভোট
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ছাত্র সংসদ নির্বাচন। এই প্রথম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রভোটে প্রার্থী দিয়েছ্ এবিভিপি। প্রার্থী দিেয়ছে তৃণমূল ছাত্র পরিষদও।

প্রায় তিন বছর পর যাদপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভোটের অনুমতি গিয়েছে রাজ্য সরকার। গত কয়েক বছর ধরে একাধিক ইস্যুতে উত্তাল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। হোক কলরব থেকে শুরু করে সাম্প্রতিকতম সিএএ বিরোধী আন্দোলন। বিজেপির সঙ্গে একাধিক বিবাদে জড়িয়েছে বামপন্থী ছাত্র সংগঠনের ছাত্ররা। মন্ত্রী বাবুল সুপ্রিয় পর্যন্ত হেনস্থার স্বীকার হয়েছেন। আচার্য রাজ্যপালকে পড়তে হয়েছে ছাত্রদের বিক্ষোভের মুখে।
এই উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই বুধবার সকাল থেকে শুরু হয়েছে ছাত্রভোট। বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে পোস্টারে ভরে গিয়েছে গোটা বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান, কলা এবং ইঞ্জিনিয়ারি তিনটি বিভাগেই ভোট গ্রহন চলছে। দুটি বিভাগে প্রার্থী দিয়েছে এবিভিপি। নকশালদের বিভিন্ন সংগঠনও প্রার্থী দিয়েছে। এসএফআই গত নির্বাচনে কলা বিভাগের দখল নিয়েছিল। এবার তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে এবিভিপি।