For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার সেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়, রিপোর্টে বলল 'ন্যাক'

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

যাদবপুর
কলকাতা, ২৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কুৎসা করেছিলেন। শাসক দলও কালি ছিটিয়ে পৈশাচিক আনন্দে মেতে উঠেছিল। তবুও তাদের 'দুঃখ' দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় পেল সেরার শিরোপা। 'ন্যাক' (ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল)-এর রিপোর্ট থেকে জানা যাচ্ছে, 'এ' গ্রেড পেয়ে আবারও দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। পশ্চিমবঙ্গ থেকে আর কোনও বিশ্ববিদ্যালয় এই তালিকায় ঢুকতে পারেনি।

আরও পড়ুন: এশিয়ার সেরা ১০০: বাংলা থেকে জায়গা পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়

'ন্যাক' হল ইউজিসি বা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের আওতায় একটি স্বশাসিত সংস্থা। নির্দিষ্ট সময় অন্তর দেশের স্বীকৃত কলেজ, বিশ্ববিদ্যালয়গুলির মূল্যায়ন করাই 'ন্যাক'-এর কাজ। এদের দেওয়া নম্বরের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বিভিন্ন সুযোগ-সুবিধা পায়। যে কলেজ বা বিশ্ববিদ্যালয় যত বেশি নম্বর পাবে, তারা তত ভালো বলে বিবেচিত হবে। এর আগেও 'ন্যাক'-এর রিপোর্টে বারবার যাদবপুর বিশ্ববিদ্যালয় সেরা বলে বিবেচিত হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ও জায়গা পেয়েছে। কিন্তু ২৪ সেপ্টেম্বর যে সাম্প্রতিকতম রিপোর্ট পেশ করেছে 'ন্যাক', তাতে এ রাজ্য থেকে 'এ' গ্রেড পাওয়া শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে একটাই। যাদবপুর বিশ্ববিদ্যালয়।

'দ্য অ্যাক্রিডিটেশন রেজাল্টস অফ ইন্সটিটিউশন্স অ্যাপ্রুভড বাই দ্য স্ট্যান্ডিং কমিটি, ২৪ সেপ্টেম্বর, ২০১৪' শীর্ষক রিপোর্টটি তৈরি হয়েছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলির মেধাগত গুণমান, পরিকাঠামোগত সুবিধা ইত্যাদির ওপর ভিত্তি করে। রিপোর্টটিকে দু'ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ অর্থাৎ 'ফার্স্ট সাইকেল'-এ ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম রয়েছে। পশ্চিমবঙ্গ থেকে একটিও ঠাঁই পায়নি।

দ্বিতীয় ভাগ অর্থাৎ 'সেকেন্ড অ্যান্ড সাবসিকোয়েন্ট সাইকেলস'-এ ৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম রয়েছে। পশ্চিমবঙ্গ থেকে যে একটি মাত্র বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে, সেটি হল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ৩.৬৮ স্কোর করে তারা 'এ' গ্রেড পেয়েছে। ওই তালিকায় ভিন রাজ্যের যে যে কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলি 'এ' গ্রেড পেয়েছে, তাদের সবার নম্বরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের থেকে কম। রিপোর্টের তলায় স্বাক্ষর করেছেন 'ন্যাক' ডিরেক্টর এ এন রাই।

English summary
Jadavpur University again gets 'A' grade status from NAAC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X