For Quick Alerts
For Daily Alerts
বেলদায় যাদবপুরের ছাত্রে ঝুলন্ত দেহ উদ্ধার
পশ্চিম মেদিনীপুরের বেলদার একটি মেসবাড়ি থেকে উদ্ধার হল যাদবপুরের ছাত্রের ঝুলন্ত দেহ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অঙ্ক নিেয় পিএইডি করছিলেন প্রিয়দীপ দাস(২৭) নামে ওই যুবক।

তাঁর বাড়ি কেশিয়ারির ধলবেলুন গ্রামে। পড়াশোনার সুবিধার্থে বেলদায় মেসে থাকতেন তিনি। পড়াশোনার পাশাপাশি চাকরির চেষ্টাও করছিলেন তিনি। কিন্তু সিএস পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানিয়েছেন তাঁর শিক্ষক বসুদেব ধাড়া।
কলকাতায় মানসিক অবসাদের চিকিৎসাও চলছিল প্রিয়দীপের। শনিবার সকালে মেসবাড়ির ঘর থেকেই উদ্ধার হয় তাণর ঝুলন্ত দেহ। পুলিসের অনুমান মানসিক অবসাদের কারণেই আত্মহত্যা করেছেন প্রিয়দীপ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।