তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র ইসলামপুর! 'বোমের লড়াই' নিয়ে ঘাসফুলকে খোঁচা তথাগতর
দক্ষিণ দিনাজপুরে যেখানে তৃণমূলের অন্দরে হেভিওয়েট নেত্রীর ডানা ছাঁটা নিয়ে দলের অন্দরে আলোচনা শুরু হয়ে গিয়েছে। সেখানে উত্তর দিনাজপুরের ইসলামপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ কার্যত রণক্ষেত্রে চেহারা নিতে শুরু করেছে।

তৃণমূলের দুই শিবির ও দুর্নীতির অভিযোগ
সূত্রের দাবি, দিনাজপুরে তৃণমূলের রসিদ আলমের বিরুদ্ধে রয়েছে কিছু দুর্নীতির অভিযোগ। স্ত্রীকে সামনে রেখে তিনি বহু দুর্নীতিতে মদত দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, ইসলামপুরের পণ্ডিতপোতার নেতা কানহাইয়ালাল আগরওয়ালের অনুগামী রসিদ পক্ষের বিরুদ্ধে রয়েছে আবদুল করিম চৌধুরীর অনুগামীরা। আবদুল করিম চৌধুরী নিজেও বহুবার দুর্নীতি প্রসঙ্গে সরব হয়েছেন। আৎ এই দুর্নীতিকে সামনে রেখেই শুরু হয় লড়াই।

রাতভর বোমাবাজি
উল্লেখ্য, পন্ডিতপোচার পঞ্চায়েত প্রধান কানহাইয়ালাল আগরওয়ালের বাড়ি লক্ষ্য় করে বৃহস্পতিবার রাতে বোমাবাজি চালানো হয়েছে বলে অভিযোগ। এর নেপথ্যে আবদুল করিম চৌধুরীর অনুগামীদের থাকার অভিযোগ রয়েছে। সংঘর্ষের মধ্যে অন্যতম মুখ গোলাম রব্বানির অনুগামীরাও। সবমিলিয়ে রাতভর বোমাবাজিতে উত্তপ্ত ছিল ইসলামপুর।

বিশাল পুলিশবাহিনী এলাকায়
শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। এদিকে ঘটনার জেরে অনেকেই আহত হয়েছেন বলে খবর। এদিকে, বোমাবাজি ঘিরে আবদুল করিম চৌধুরির অভিযোগ গিয়েছে গোলাম রব্বানি ও কানহাইয়ালাল আগরওয়ালের বিরুদ্ধে। যদিও গোলাম রব্বানি জানিয়েছেন, তাঁর বক্তব্য তিনি দলের নেতৃত্বকে জানাবেন।

তথাগতর খোঁচা
এদিকে, ইসলামপুর পরিস্থিতি নিয়ে এদিন সকালে একটি টুইট করেন তথাগত রায়। তিনি সেখানে লেখেন, 'তৃণমূল বনাম তৃণমূলের লড়াই! বোমের লড়াই রক্তাক্ত লড়াই!এ লড়াই জিততে হবে জিততে হবে!...কোথায়?...
বাসন্তীতে বীরভূমে ইসলামপুরে! কোথায় নয়?...আচ্ছা,কিছু মূলো ভাঁড় যেন কি আবোলতাবোল রাহুল-দিলীপ বকছিল? '
