For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিমান বসুর প্রতিশ্রুতি রাখবেন নওশাদ! সিপিএম-এর মুখপত্রে ২৯৩ জনের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা নিয়ে জল্পনা

তৃণমূলের (trinamool congress) মুখপত্র জাগো বাংলায় যেদিন প্রয়াত সিপিএম নেতা অনিল বিশ্বাসের (anil biswas) কন্যা অজন্তা বিশ্বাসের (ajanta biswas) চতুর্থ তথা শেষ কিস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা প্রকাশিত, কা

  • |
Google Oneindia Bengali News

তৃণমূলের (trinamool congress) মুখপত্র জাগো বাংলায় যেদিন প্রয়াত সিপিএম নেতা অনিল বিশ্বাসের (anil biswas) কন্যা অজন্তা বিশ্বাসের (ajanta biswas) চতুর্থ তথা শেষ কিস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা প্রকাশিত, কাকতালীয়ভাবে সেদিনই সিপিএম (cpim)-এর মুখপত্রে আইএসএফ (isf) তথা সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকির (naushad siddiqui) লেখাও প্রকাশিত। সেখানে তিনি বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিলেন। যা কিনা এখনও পর্যন্ত বাম তথা সিপিএম-এর লাইন হিসেবেই পরিচিত।

রাজনৈতিক ইতিহাসে অন্যতম সেরা বাঙালি মমতা

রাজনৈতিক ইতিহাসে অন্যতম সেরা বাঙালি মমতা

বুধবার জাগো বাংলায় উত্তর সম্পাদকীয়তে অজন্তা বিশ্বাসের লেখার প্রথম কিস্তি প্রকাশের পরেই জল্পনা তীব্র হয়েছিল। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কী চোখে দেখেন তা নিয়ে প্রশ্ন ছিল অনেকে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই সিপিএম-এর বিরুদ্ধে হলেও, তৎকালীন একটা বড় সময়ে সিপিএম-এর রাজ্য সম্পাদক ছিলেন তাঁরই বাবা অনিল বিশ্বাস। আর অনেকেই মনে করে যদি অনিল বিশ্বাসের অকাল প্রয়াণ না হত, তাহলে ২০০৬ সালে বামেরা ক্ষমতায় আসার পরে একের পর এক সিঙ্গুর-নন্দীগ্রামের মতো ঘটনাও ঘটত না। সেই অনিল বিশ্বাসের কন্যা তাঁর লেখায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী এবং দননেত্রী বলে উল্লেখ করেছেন। পাশাপাশি বাংলার রাজনীতির ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্যতম সেরা নারী বলেও উল্লেখ করেছেন। পাশাপাশি অগ্নিকন্যা, দিদি, ঘরের মেয়ের মতো বিশেষণও প্রয়োগ করেছেন তিনি। কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পের কথাও উল্লেখ করেছেন তিনি।

২৯৩ জন বিধায়কের বিরুদ্ধে লড়াই

২৯৩ জন বিধায়কের বিরুদ্ধে লড়াই

দিন কয়েক আগে নওশাদ সিদ্দিকি বলেছিলেন, সংযুক্ত মোর্চায় অন্যদল তাদের সম্পর্কে বিরুপ মন্তব্য করছে। তারা তা নিয়ে বেশিদিন চুপ করে থাকবেন না। মোর্চা ছাড়ারও ইঙ্গিত করেছিলেন তিনি। সেই নওশাদ সিদ্দিকির একটি প্রতিবেদন এদিন ছাপা হয়েছে সিপিএম-এর মুখপত্রে। সেখানে তিনি বলেছেন, ২৯৩ জন বিধায়কের বিরুদ্ধে লড়াই করছেন তিনি। প্রসঙ্গত বিধানসভায় তৃণমূল এবং বিজেপি বিধায়কদের বাদ দিয়ে তিনিই একমাত্র অন্য কোনও দলের বিধায়ক। তিনি বলেছেন, মানুষ বিধ্বস্ত, চুপ করে থাকব না। ২৯৩ জন শক্তির বিরুদ্ধে বিধানসভার ভিতরে লড়াই চালিয়ে যেতে হচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি। সেখানে তিনি নিজেকে সংযুক্ত মোর্চার প্রতিনিধি হিসেবে বর্ণনা দিয়েছেন। (যদিও এই মুহুর্তে সংখ্যাটি ২৯৩ থেকে সাত কম)।

বিমান বসুর প্রতিশ্রুতি রাখবেন

বিমান বসুর প্রতিশ্রুতি রাখবেন

নওশাদ সিদ্দিকি উল্লেখ করেছেন, বিধানসভা ভোটের প্রচার বিমান বসু ভাঙরে মাল্টি স্টোরেজ তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি তিনি সংযুক্ত মোর্চার প্রতিনিধি হিসেবে পূরণ করবেন বলেও জানিয়েছেন।

তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ

তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ

নিজের লেখা নৌশাদ সিদ্দিকি ভাঙড়ে তৃণমূলের সন্ত্রাস চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন। আলাদা চলার হুঁশিয়ারি দিয়েও নওশাদ সিদ্দিকির লেখা এমন একটা সময়ে সিপিএম-এর মুখপত্র গণশক্তি ছাপল তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি নওশাদ সিদ্দিকি কিংবা আইএসএফকে নিয়ে অবস্থান বদল করছে সিপিএম সেই প্রশ্নও উঠেছে। একদিকে যখন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছিলেন, আইএসএফ-এর সঙ্গে কংগ্রেসের কোনও রকম জোট হয়নি, সেই সময় প্রদেশ কংগ্রেসের অন্যতম নেতা আব্দুল মান্নান বলেছিলেন ফুরফুরা শরিফের এই পরিবারের প্রতি তাঁর আনুগত্য বজায় থাকবে।

চললাম, Alvida! সোশ্যাল মিডিয়া পোস্টে রাজনীতি থেকে অবসর গ্রহণের ইঙ্গিত, সাংসদ পদে ইস্তফার বার্তা বাবুলেরচললাম, Alvida! সোশ্যাল মিডিয়া পোস্টে রাজনীতি থেকে অবসর গ্রহণের ইঙ্গিত, সাংসদ পদে ইস্তফার বার্তা বাবুলের

English summary
ISF MLA Naushad Siddiqui writes in CPIM mouthpiece, that he is fighting 293 MLAs and gives assurance to keep Biman Bose's promise in Bhangar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X