For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দুর ভাষায় অধীরকে নিশানা আব্বাসের! নবাব-গড়ে ভোটের মুখে জমজমাট তরজা

শুভেন্দুর ভাষায় অধীরকে নিশানা আব্বাসের! নবাব-গড়ে ভোটের মুখে জমজমাট তরজা

Google Oneindia Bengali News

শুভেন্দু অধিকারী যে ভাষায় নিশানা করতেন, এবার সেই একই ভাষায় অধীর চৌধুরীর বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন জোট শরিক আইএসএফের প্রধান আব্বাস সিদ্দিকি। মুর্শিদাবাদে ভোটের আগেই আব্বাসের নিশানা অস্বস্তিতে ফেলে দিল সংযুক্ত মোর্চাকে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে কার্যত যুদ্ধই ঘোষণা করে দিলেন আব্বাস সিদ্দিকি।

আব্বাস সিদ্দিকির নিশানায় অধীর চৌধুরী

আব্বাস সিদ্দিকির নিশানায় অধীর চৌধুরী

এবার বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেসের সঙ্গে জোট করে লড়তে নেমেছিল আইএসএফ। আব্বাস সিদ্দিকি নতুন দল তৈরির পর তাঁরা বাম-কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে নির্বাচন লড়তে সম্মত হয়। কিন্তু ব্রিগেডের মঞ্চ জানিয়ে দেয় জোট গড়লেও আব্বাস সিদ্দিকির সঙ্গে অধীর চৌধুরীর মতভেদ রয়েছে। বামেদের সঙ্গে আইএসএফের জোট সার্বিক হলেও কংগ্রেসের সঙ্গে হয়নি।

সংযুক্ত মোর্চার দুই দলই সম্মুখ সমরে

সংযুক্ত মোর্চার দুই দলই সম্মুখ সমরে

কংগ্রেস যে সমস্ত আসনে শক্তিশালী, সেই সমস্ত আসন আইএসএফ দাবি করে বসে। তা নিয়ে উভয়ের টানাপোড়েন তৈরি হয়। সেই টানাপোড়েন যে ভোটের শেষ দুই দফা আগেও রযে গিয়েছে, তা প্রকাশ হয়ে গেল আব্বাসের মন্তব্যে। আসলে মালদহ ও মুর্শিদাবাদে সপ্তম ও অষ্টম দফায় ভোট। সেখানে দুই দলই মুখোমুখি হয়েছে। সংযুক্ত মোর্চার দুই দলই প্রতিদ্বন্দ্বিতা করছে নিজেদের মধ্যে।

শুভেন্দুর ভাষায় অধীরকে নিশানা আব্বাসের

শুভেন্দুর ভাষায় অধীরকে নিশানা আব্বাসের

প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে তাই তিনি বিষোদ্গার করলেন। তাঁর সঙ্গে বিজেপির গোপন আঁতাত রয়েছে বলে অভিযোগ করেন আব্বাস সিদ্দিকি। তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারী যখন মুর্শিদাবাদ তৃণমূলের পর্যবেক্ষক ছিলেন, তখন তাঁকে প্রায়ই এই কথা বলতে শোনা যেত। এবার বলছেন জোটসঙ্গী আব্বাস সিদ্দিকি।

মুর্শিদাবাদে কংগ্রেসের সঙ্গে আইএসএফের জোট হয়নি

মুর্শিদাবাদে কংগ্রেসের সঙ্গে আইএসএফের জোট হয়নি

কংগ্রেসের বিরুদ্ধে তাঁরা কেন মালদহ ও মুর্শিদাবাদে প্রার্থী দিলেন, সেই প্রশ্নের জবাবেই আব্বাস সিদ্দিকি জানান, মুর্শিদাবাদে অনুন্নয়নের জন্য দায়ী কংগ্রেস। মুর্শিদাবাদের রানিনগর বিধানসভা এলাকার ইসলামপুরে এক জনসভায় পিরজাদা বলেন সেই কারণেই মুর্শিদাবাদে কংগ্রেসের সঙ্গে আইএসএফের জোট হয়নি।

ভোটের মাঝেও জোটে অশান্তি, অধীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আব্বাসেরভোটের মাঝেও জোটে অশান্তি, অধীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আব্বাসের

অধীর চৌধুরীর সঙ্গে বিজেপির বোঝাপড়া সারা!

অধীর চৌধুরীর সঙ্গে বিজেপির বোঝাপড়া সারা!

এরপর আব্বাস সিদ্দিকি অভিযোগের সুরে বলেন, আমরা তো মনে হয় অধীর চৌধুরীর সঙ্গে বিজেপির বোঝাপড়া হয়ে গিয়েছে। তাঁর সঙ্গে গোপন আঁতাত রয়েছে বিজেপির। তাই তিনি আইএসএফ প্রার্থীদেরই বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোটের প্রার্থী বলে দাবি করেন। এবং তাঁদের ভোট দিয়ে জেতানোর আহ্বান জানান।

তৃণমূল-বিজেপি-কংগ্রেস কাউকেই ভোট নয় : আব্বাস

তৃণমূল-বিজেপি-কংগ্রেস কাউকেই ভোট নয় : আব্বাস

তিনি একই সঙ্গে তৃণমূল কংগ্রেসকেও নিশানা করেন। তাঁর কথায়, তৃণমূল তৈরি হয়েছিল বিজেপির ইশারায়। তাই তৃণমূল আর বিজেপি একই কয়েনের দু-পিঠ। তৃণমূল রাজ্যের সর্বনাশ করছে আর বিজেপি দেশের। বিজেপি এবার ক্ষমতায় এলে অসমের মতো ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। তাই ওদের কাউকেই ভোট দেবেন না। ওদের সবারই গোপন আঁতাত রয়েছে।

English summary
ISF chief Abbas Siddiqui takes on Adhir Chowdhury with language of Suvendu Abhikari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X