For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলকে দিয়েই কি ঘরওয়াপসি শুরু হচ্ছে তৃণমূলে, রাজীব-সব্যসাচীদের ফেরার পথ কি সুগম হচ্ছে

মুকুলকে দিয়েই কি ঘরওয়াপসি শুরু হচ্ছে তৃণমূলে, রাজীব-সব্যসাচীদের ফেরার পথ কি সুগম হচ্ছে

Google Oneindia Bengali News

তৃণমূলে প্রথম ভাঙনটা ধরিয়েছিলেন মুকুলই। আবার কী তিনিই ঘরওয়াপসিদের জন্য পথ তৈরি করে দিলেন। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কী মুকুল রায়েকে দিয়েই ঘরওয়াপসির প্রক্রিয়া শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস। যদিও মুকুলের যোগদানের পরেই তৃণমূল ভবনে বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত নেবে তৃণমূল কংগ্রেস। সেই বৈঠকে থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

তৃণমূলে ফিরছেন মুকুল

তৃণমূলে ফিরছেন মুকুল

অবশেষে জল্পনা সত্যি হতে চলেছে। আজই কালীঘাটে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। কালীঘাটে ছেলে শুভ্রাংশু রায়কে নিয়ে যাবেন মুকুল রায়। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই বিজেপিেত যোগ দেবেন মুকুল রায় এবং শুভ্রাংশু রায়। গত কয়েকদিন ধরেই বিজেপির সঙ্গে তাঁদের দূরত্ব বাড়তে শুরু করেছিল। দিলীপ ঘোষের সঙ্গে প্রকাশ্যে চলে এসেছিল মুকুলের দ্বন্দ্ব।

মুকুলকে দিয়েই কী দলবদলুদের বার্তা

মুকুলকে দিয়েই কী দলবদলুদের বার্তা

মুকুলকে ফিরিয়ে নিয়েই কি তৃণমূল কংগ্রেস দলবদলুদের বার্তা দিতে চাইছেন। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈিতক মহলে। বিজেপির খারাপ ফলের পর থেকেই তৃণমূল থেকে যাঁরা বিজেপিতে গিয়েছিলেন এমন অনেক নেতাই ফিরতে চান বলে বার্তা দিয়েছেন। কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন তো কেউ কাজ প্রকাশ্যেই মুখ খুলেছেন বিজেপির বিরুদ্ধে। ইঙ্গিত দিয়েছেন তাঁরা ফিরতে চান। তৃণমূল কংগ্রেসে গিয়ে ভুল করেছেন।

বেসুরো রাজীব-সব্যসাচী

বেসুরো রাজীব-সব্যসাচী

মুকুল রায়ের সঙ্গে দিলীপ ঘোষের দূরত্ব তৈরি হওয়ার পরেই রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সব্যসাচী দত্ত মুখ খুলতে শুরু করেছেন। রাজীব বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দলের প্রতি যে তিনি বীতশ্রদ্ধ তার বার্তা িদয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন বিজেপির কথায় কথায় দিল্লি যাওয়া ৩৫৬-র জুজু দেখানো মেনে নিতে পারেননি বাংলার মানুষ। বিজেপির উগ্র হিন্দুবাদও বাংলার মানুষ মেনে নেয়নি বলেই এই ফল হয়েছে। বারবার বলার পরেও কেউ তাঁর কথা শোনেনি বলে অভিযোগ করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপর যদিও তারপরে বিজেপির। তারপরে সব্যসাচী দত্তও প্রকাশ্যে অভিযোগ করেছিলেন মমতার যোগ্য প্রতিপক্ষ তৈরি করে উঠতে পারেনি বিজেপি। বাংলা শিখে বলা আর বাংলা মাতৃভাষা যাঁদের তাদের বলার মধ্যে পার্থক্য রয়েছে। বাংলার মানুষ সেটা গ্রহন করেনি।

ঘরেওয়াপসি নিয়ে সিদ্ধান্ত

ঘরেওয়াপসি নিয়ে সিদ্ধান্ত

মুকুলের তৃণমূল কংগ্রেসে যোগদানের পরেই দুপুর ৩েটয় তৃণমূল ভবনে দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই সম্ভবত ঘরওয়াপসি নিয়ে সিদ্ধান্ত হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ে উপস্থিতিতেই এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। গত কয়েকদিন ধরেই তৃণমূলের কাছে ফেরার বার্তা দিয়ে চলেছেন দলবদলু একাধিক নেতা। তাতে শুভেন্দু ঘনিষ্ঠ একাধিক নেতা রয়েছেন।

তৃণমূল ভবনে যাচ্ছি! বাড়ি থেকে বেরিয়ে এমনটাই জানালেন মুকুলতৃণমূল ভবনে যাচ্ছি! বাড়ি থেকে বেরিয়ে এমনটাই জানালেন মুকুল

English summary
Is TMC start to return their leaders those who join BJP before election and wnt to came back Party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X