For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘুঁচল দূরত্ব? তৃণমূলের মূলস্রোতে ফের গা ভাসালেন মুকুল রায়!

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর : প্রায় দশ মাস পরে ফের তৃণমূলের মূলস্রোতে ফিরলেন মুকুল রায়! ইঙ্গিত কিন্তু তেমনই। এতদিন একঘরে থাকার পরে গত সপ্তাহেই বরফ গলার আভাস পাওয়া গিয়েছিল রাজধানীতে। সেই সূত্র ধরে দলের আরও কাছাকাছি এলেন একদা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়। [মমতা-মুকুল দূরত্ব তবে 'সাজানো ঘটনা' ছিল না তো? জল্পনা]

এদিন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী নাজমা হেপতুল্লার কাছে তৃণমূলের একটি প্রতিনিধি দল ডেরেক ও ব্রায়েনের নেতৃত্বে স্মারকলিপি জমা দিতে যায়। আশ্চর্যজনকভাবে সেই দশ জনের দলে ছিলেন মুকুল রায়।

ঘুঁচল দূরত্ব? তৃণমূলের মূলস্রোতে ফের গা ভাসালেন মুকুল রায়!

তবে কি দূরত্ব ঘুঁচল? বিধানসভা নির্বাচনের আগে মুকুল তৃণমূলের পতাকা হাতে ফের ময়দানে নামলে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় বাজি হবে বলেই মত রাজনৈতিক মহলের। কারণ সংগঠন মজবুত করার কাজটা মুকুলবাবুর চেয়ে ভালো আর কেউ জানেন না দলে।

তবে গত সপ্তাহের নৈশভোজের পরে এদিনও দলবিরোধী কোনও কথা বলেননি মুকুল। বরং তিনি ও তৃণমূল নেতৃত্ব বিষয়টিকে লঘু করার চেষ্টা করেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় অভ্যর্থনা জানান মুকুলবাবুকে। শিশির অধিকারী একধাপ এগিয়ে বলেন, মুকুল দলের ছিল, আছে ও থাকবে।

এখন দেখার, আগামিদিনে তৃণমূলে ফের কতোটা প্রাসঙ্গিক হতে দেখা যায় মুকুল রায়কে। অন্যদিকে, তাঁর অনুগামী বলে পরিচিতরা যে দল করে মুকুলবাবুর জন্য অপেক্ষায় রয়েছেন তা নিয়ে কি পদক্ষেপ করেন তিনি। উত্তর জানতে আগামিদিনে অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

মুকুল রায়কে নিয়ে আরও খবর পড়ুন এখানে :

মুকুল রায়ের নতুন দলের নাম 'জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস'!মুকুল রায়ের নতুন দলের নাম 'জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস'!

তৃণমূলের আয়ের হিসাব চাইল সিবিআই, নজরে মমতার আঁকা ছবিতৃণমূলের আয়ের হিসাব চাইল সিবিআই, নজরে মমতার আঁকা ছবি

তৃণমূলের সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত মুকুল রায়তৃণমূলের সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত মুকুল রায়

সারদা কাণ্ড : সিবিআই-কে ঠিক যা যা তথ্য দিলেন মুকুল রায়সারদা কাণ্ড : সিবিআই-কে ঠিক যা যা তথ্য দিলেন মুকুল রায়

English summary
Is Mukul Roy back in form with TMC?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X