For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরের এই পুরসভারও হাল কি হবে কাঁচড়াপাড়ার মতো! রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

৫ অগাস্ট দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুরসভায় আস্থাভোট। তার আগে সেখানে টানটান উত্তেজনা। তৃণমূলের দাবি তারা দখলে রাখতে পারবে পুরসভা।

  • |
Google Oneindia Bengali News

৫ অগাস্ট দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুরসভায় আস্থাভোট। তার আগে সেখানে টানটান উত্তেজনা। তৃণমূলের দাবি তারা দখলে রাখতে পারবে
পুরসভা। অন্যদিকে চেয়ারম্যান প্রশান্ত মিত্র, যাঁর বিরুদ্ধে অনাস্থা এনেছে তৃণমূল কংগ্রেস, সেই নেতা দাবি করেছেন তাঁর দিকেই রয়েছেন সব কাউন্সিলর।

বিপ্লব মিত্রের দলবদল

বিপ্লব মিত্রের দলবদল

লোকসভা ভোটের পর খারাপ ফলের কারণে বেশ কিছু জেলায় দলের জেলা সভাপতিদের সরিয়ে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে ছিল দক্ষিণ দিনাজপুরও। দলনেত্রী সরিয়ে দেওয়ায় ক্ষুব্ধ বিপ্লব মিত্র জেলা পরিষদের ১০ জন সদস্যকে নিয়ে ২৪ জুন বিজেপিতে যোগ দেন। এরপর থেকেই গঙ্গারামপুর নিয়েও জল্পনা উঠতে থাকে। কেননা সেই পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিশ্র বিপ্লব মিত্রের ভাই। আর বিপ্লব মিত্রও বলেছিলেন ভবিষ্যতে পুরসভাও বিজেপির দখলে আসবে।

দল থেকে বহিষ্কার প্রশান্ত মিত্র

দল থেকে বহিষ্কার প্রশান্ত মিত্র

দাদা বিজেপিতে যোগ দিয়েছেন। আর ভাইয়ের সঙ্গে তলায় তলায় বিজেপির যোগ রয়েছে। জল্পনা চরমে ওঠে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। এরপরেই প্রশান্ত মিত্রকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়। চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনার প্রক্রিয়া শুরু করেন তৃণমূল কাউন্সিলররা। অন্যদিকে প্রশান্ত মিত্র যুক্তি দেখান তাঁর দিকেই রয়েছেন কাউন্সিলররা। সেই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট জানায় ৫ অগাস্ট সেখানে আস্থা ভোট নেওয়া হবে। এরমধ্যে একাধিক কাউন্সিলর তাদের দলে যোগ দিয়েছে বলে দাবি করে বিজেপি।

তৃণমূলের সঙ্গেই বিজেপিতে যোগ দেওয়া কাউন্সিলর

তৃণমূলের সঙ্গেই বিজেপিতে যোগ দেওয়া কাউন্সিলর

কলকাতা হাইকোর্টে অনাস্থা নিয়ে আলোচনা আর ভোটাভুটির মধ্যেই নাগরিক পরিষেবা নিয়ে অচলাবস্থা তৈরি হয়। বিষয়টি জেলাশাসকের কাছে তুলে ধরে তৃণমূল কাউন্সিলররা। জানা নিয়ে সম্প্রতি জেলাশাসকের কাছে যাওয়া ৯ তৃণমূলে কাউন্সিলরের সঙ্গে ছিলে সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া অশোক বর্ধনও। তৃণমূল ইতিমধ্যেই দাবি করেছে পুরসভার ১৪ জন কাউন্সিলর তাদের সঙ্গেই রয়েছেন। মানতে নারাজ চেয়ারম্যান। এখন অপেক্ষা ৫ অগাস্ট পর্যন্ত।

[আরও পড়ুন: সব্যসাচীর 'বলে দেওয়া' পথে সায়ন্তন বসু! তৃণমূলের অন্যতম 'শিল্প' নিয়ে সোচ্চার বিজেপি][আরও পড়ুন: সব্যসাচীর 'বলে দেওয়া' পথে সায়ন্তন বসু! তৃণমূলের অন্যতম 'শিল্প' নিয়ে সোচ্চার বিজেপি]

[আরও পড়ুন: তৃণমূলের পাল্টা কর্মসূচি! বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মিছিল ][আরও পড়ুন: তৃণমূলের পাল্টা কর্মসূচি! বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মিছিল ]

English summary
Is Gangarampur Municipality would go in favour of BJP question arises. 10 councillors among14 met District magistrate.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X