For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নারদাকাণ্ডে বাংলায় প্রথম গ্রেফতারি! আইপিএস মির্জাকে গ্রেফতার করল সিবিআই

নারদাকাণ্ডে প্রথম গ্রেফতারি! আইপিএস মির্জাকে আটক সিবিআইয়ের

  • |
Google Oneindia Bengali News

নারদাকাণ্ডে প্রথম গ্রেফতারি বাংলায়। এই হাইপ্রোফাইল কাণ্ডে সিবিআইয়ের প্রথম বার কাউকে গ্রেফতার করল। এদিন অভিযুক্ত আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে আটক করে কেন্দ্রীয় তদন্তকারী দল। গ্রেফতারর পর মেডিক্যাল টেস্ট সম্পূর্ণ হয়েছে বলে খবর। এবার গ্রেফতার হওয়া আইপিএস অফিসারকে ব্যাঙ্কশাল আদালতে তোলবার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে, এই গ্রেফতারির ঘটনা প্রকাশ্যে আসতেই তাকে স্বাগত জানিয়েছে বিজেপি ও বামেরা।

নারদাকাণ্ডে প্রথম গ্রেফতারি! আইপিএস মির্জাকে আটক সিবিআইয়ের

প্রসঙ্গত, এই দাপুটে আইপিএস অফিসারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। নারদা-র এক স্টিং অপরেশনে ফুটেজে দেখা গিয়েছিল এককালে বাংলার এই অফিসারকে টারা গুনে ঘুষ নিতে । এরপর নারদা কাণ্ড ঘিরে এই অফিসারের ওপর নজর রাখতে শুরু করে সিবিআই। এদিকে মনে করা হচ্ছে, আদালতে সিবিআই, পুলিশ কর্তা মির্জাকে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে । এদিন এসএমএইচ মির্জার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার পরই গ্রেফতার করা হয় এই আইপিএস অফিসারকে।

মূলত, নারদাকাণ্ডের মামলা ঘিরে একাধিক তৃণমূল নেতা ও নেতৃত্বের ঘনিষ্ঠ প্রশাসনিক কর্তাদের নাম উঠে আসে। আর সেই মামলায় ঘুষ নেওয়ার অভিযোগে অন্যতম অভিযুক্ত হিসাবে উঠে আসেন এসএমএইচ মির্জা। আর সেই ঘটনাতেই এই গ্রেফতারি। প্রসঙ্গত, একদিকে সারদা কাণ্ডে কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমারকে যখন হন্যে হয়ে খুঁজছে সিবিআই, তখন রাজ্যের অন্য আরও এক আইপিএস অফিসার মির্জার গ্রেফতারি বাংলার প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

English summary
IPS Officer SMH Mira accused in Narada case arrested By CBI.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X