For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০৩৬ কোটি টাকার লগ্নি জঙ্গলমহলে! মমতার পরামর্শ মেনে সাফল্য সম্মেলনের আগেই

শিল্প সম্মেলন শুরুর আগেই হাজার কোটির লগ্নি প্রস্তাব এসে গেল রাজ্যে। শুধু জঙ্গলমহলেই এই হাজার কোটির বিনিয়োগের প্রস্তাব এসেছে।

  • |
Google Oneindia Bengali News

শিল্প সম্মেলন শুরুর আগেই হাজার কোটির লগ্নি প্রস্তাব এসে গেল রাজ্যে। শুধু জঙ্গলমহলেই এই হাজার কোটির বিনিয়োগের প্রস্তাব এসেছে। জঙ্গলমহলের চার জেলায় আয়োজিত সিনার্জি থেকে প্রস্তাব পেয়েছে রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতর। ফলে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় বাড়বে কর্মসংস্থান।

১০৩৬ কোটি টাকার লগ্নি জঙ্গলমহলে! মমতার পরামর্শ মেনে সাফল্য সম্মেলনের আগেই

রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের প্রধান সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, বাঁকুড়ায় ২৮৯ কোটি, পুরুলিয়ায় ৬৭০ কোটি, ঝাড়গ্রামে ৯ কোটি ৫১ লক্ষ, পশ্চিম মেদিনীপুরে ৬৭ কোটির বিনিয়োগ প্রস্তাব এসেছে। চার জেলায় মোট বিনিয়োগ হবে ১০৩৬ কোটি টাকা। এর ফলে চার জেলায় নতুন শিল্প যেমন গড়ে উঠবে, কর্মসংস্থানের সুযোগও বেড়ে যাবে।

[আরও পড়ুন: মমতাকে 'পরামর্শ' মোদী-রাজ্যের বিধায়কের, লোকসভায় নয়া জোট-সমীকরণের বার্তা][আরও পড়ুন: মমতাকে 'পরামর্শ' মোদী-রাজ্যের বিধায়কের, লোকসভায় নয়া জোট-সমীকরণের বার্তা]

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতবার বিশ্ববঙ্গ সম্মেলন থেকেই জেলায় জেলায় সিনার্জি আয়োজনের নির্দেশ দিয়েছিলেন। সেইমতো জঙ্গলমহলের বাঁকুড়ায় এই প্রথম সিনার্জি আয়োজিত হল। আর প্রথম সিনার্জি থেকেই এল কাঙ্খিত সাফল্য। সিনার্জি থেকে যে সাফল্য এসেছে, তাতে উচ্ছ্বসিত রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতর। দফতর সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ায় ৫০টি, পুরুলিয়ায় ৪৭টি, ঝাড়গ্রামে ১১টি ও পশ্চিম মেদিনীপুরে ২৯টি ইউনিট স্থাপন প্রস্তাব এসেছে। এই ইউনিটগুলিতেই বিনিয়োগ হবে ১০৩৬ কোটি টাকা।

[আরও পড়ুন: সুপারিকিলার আমদানি করে বিজেপি! মোদীর 'সব কা বিকাশে'র স্লোগান-কটাক্ষে শুভেন্দু][আরও পড়ুন: সুপারিকিলার আমদানি করে বিজেপি! মোদীর 'সব কা বিকাশে'র স্লোগান-কটাক্ষে শুভেন্দু]

[আরও পড়ুন:মোদীর 'প্রশংসা' অন্যতম বিরোধী নেতার! লোকসভা ভোটের আগে নতুন জোটের ইঙ্গিত ][আরও পড়ুন:মোদীর 'প্রশংসা' অন্যতম বিরোধী নেতার! লোকসভা ভোটের আগে নতুন জোটের ইঙ্গিত ]

English summary
The investment proposal of 1036 crore comes from Synergy in Jangalmahal. Employment opportunities is created in four districts with industry building,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X