For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মঞ্চেই প্রাক্তন বিধায়ক বনাম সভাপতি কাজিয়া! ‘একুশে জুলাই’ –এর আগে অস্বস্তিতে তৃণমূল

‘একুশে জুলাই’ সমাবেশের আগে তীব্র অস্বস্তিতে পড়ল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের শ্রমিক সংগঠনের ডাকে একুশে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চেই কাজিয়া তুঙ্গে উঠল শাসক দলের।

Google Oneindia Bengali News

'একুশে জুলাই' সমাবেশের আগে তীব্র অস্বস্তিতে পড়ল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের শ্রমিক সংগঠনের ডাকে একুশে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চেই কাজিয়া তুঙ্গে উঠল শাসক দলের। রাজ্যসভার সাংসদ তথা আইএনটিটিইউসি সভানেত্রী দোলা সেনের সামনেই দুই নেতা প্রকাশ্য মঞ্চে একে অপরের বিরুদ্ধে তোপ দাগলেন। হুগলির গোষ্ঠীকোন্দল তীব্র হল তৃণমূলের। যা একুশে জুলাইয়ের আগে অস্বস্তি বাড়িয়ে দিল শাসক দলের।

মঞ্চেই বিধায়ক বনাম সভাপতি কাজিয়া! অস্বস্তিতে তৃণমূল

হুগলির আরামবাগে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় প্রাক্তন বিধায়ক পারভেজ রহমান ও ব্লক তৃণমূলের সভাপতি স্বপন নন্দীর মধ্যে কাজিয়া হয়। পারভেজ রহমান তাঁর বক্তব্যের মধ্যেই স্বপন নন্দীর নাম করে কটাক্ষ করেন। বলেন, ওসব সাথী-মাটি, কন্যাশ্রী-রূপশ্রী নিয়ে বলার জায়গা এটা নয়। এই সভা শ্রমিক সংগঠনের ডাকে একুশে জুলাইয়ের আগে আমাদের নেত্রী কী নির্দেশ দিয়েছেন তা শোনার জন্য। অসব প্রকল্প নিয়ে বাইরে বেরিয়ে বললেও হবে।

স্বপন নন্দীর বক্তব্যের কটাক্ষ করে তিনি আরও বলেন, স্বপন নন্দীর পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তাঁর বক্তব্য এখন কেউ শুনতে চান না। তিনি ভাষণ শুরু করলেই টেবিলে সিগারেট ঠুকতে থাকে সবাই। তাঁরা ভাবে কখন তিনি বক্তব্য শেষ করে নেমে যাবেন। একবারে নাম করে সকলের সামনে এই আক্রমণে অস্বস্তিতে পড়েন নেত্রী দোলা সেনও।

সাংসদ দোলা সেন জানান, স্বপন নন্দী একেবারে ঠিক বক্তব্য রেখেছেন। আর পারভেজও খুব ভালো বক্তা। খুব ভালো বলে ও। কিন্তু এদিন একটু অসুবিধা হয়ে গিয়েছে স্বল্প সময়ের জন্য ও খুব ভালো করে বলতে পারেনি। আপাতত দু-পক্ষকেই আশ্বস্ত করে কাজিয়া মেটান দোলা সেন। কিন্তু এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীকোন্দলকে প্রকট করে দিল।

স্বপন নন্দী জানান, তিনি শোনেননি পারভেজ কী বলেছেন। তবে তিনি একেবারেই ঠিক বক্তব্য রেখেছেন। কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সরকারের জনমুখী প্রকল্পের প্রচার করতে হবে যেখানেই সুযোগ পাবেন। তিনি তাই কন্যাশ্রী-রূপশ্রীর কথা বলেছেন। দলের নির্দেশ মেনেই তিনি কাজ করেছেন, তাঁর কাজে কোন ভুল নেই।

English summary
Intersection of Trinamool Congress is opened on 21 July preparation stage. Ex MLA and Block President in speech war on stage.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X