For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশ্নপত্র ফাঁস রুখতে মাধ্যমিক পরীক্ষার আগে বিভিন্ন জায়গায় ইন্টারনেট বন্ধ করবে প্রশাসন

করোনা প্রভাব কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা। মাধ্যমিক পরীক্ষাও শুরু হচ্ছে। আগামী সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। গত বছর করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা হয়নি। এই বছর অফলাইনেই পরীক্ষা হচ্ছে। তবে সুষ্ঠ ভাবে পরীক্ষ

  • |
Google Oneindia Bengali News

করোনা প্রভাব কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা। মাধ্যমিক পরীক্ষাও শুরু হচ্ছে। আগামী সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। গত বছর করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা হয়নি। এই বছর অফলাইনেই পরীক্ষা হচ্ছে। তবে সুষ্ঠ ভাবে পরীক্ষা করাতে সাবধানি নবান্ন।

বিভিন্ন জায়গায় ইন্টারনেট বন্ধ করবে প্রশাসন

এই পরীক্ষাকে কেন্দ্র করে যাতে কোনও সমস্যা না হয় সেদিকে তাকিয়ে গত কয়েকমাসে একাধিকবার বৈঠক হয়েছে। জেলাপ্রশাসনের কর্তাদের সঙ্গে নবান্নের বৈঠক হয়েছে। ভালো ভাবে পরীক্ষা করাতে ইতিমধ্যে সমস্ত কিছুই সেরে ফেলা হয়েছে। তবে গত কয়েক বছরে প্রশ্নপত্র ফাঁস নিয়ে রীতিমত অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্য প্রশাসনকে। মুখ পুড়েছে শিক্ষা দফতরের।

সেদিকে তাকিয়ে এবার কড়া ব্যবস্থা নবান্নের। প্রশ্নপত্র ফাঁস রুখতে বন্ধ হচ্ছে ইন্টারনেট ব্যবস্থা। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আজ শনিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

আর তা অনুযায়ী কিছু কিছু জেলায় রাতের দিকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি হোয়াটসঅ্যাপে ভিডিও বা ভয়েস কলের সুবিধাও পাওয়া যাবে না বলে জানা গিয়েছে। আপাতত দুই ২৪ পরগণা, মালদা, মুর্শিদাবাদ এবং বীরভূম এই সমস্ত জায়গাতে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে বলা হয়েছে।

তবে আরও বেশ কয়েকটি জেলাকেও যুক্ত করা হতে পারে বলে নবান্ন সুত্রে জানা গিয়েছে। প্রকাশিত খবর বলছে, রাত থেকেই যে বন্ধ হবে ইন্টারনেট পরিষেবা, তেমনটা নয়। অবস্থা বুঝে কিছু জায়গাতে পরীক্ষার আগের রাতে আবার কিছু ক্ষেত্রে সকালে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত কয়েক বছরে অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের প্রত্যেক বিষয়ের পরীক্ষার আগে প্রশ্নপত্র ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। কীভাবে তা ফাঁস হয়ে যায় সে বিষয়ে শিক্ষা দফতরের তরফেও কোনও নির্দিষ্ট কারণ দেখানো সম্ভব হয়নি।

বিশেষ করে যেখানে টুকলি রুখতে একাধিক নির্দেশিকা কার্যকর করার কথা বলা রয়েছে সেখানে কীভাবে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনা ঘটত তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় সরকারকেও। যদিও এই বিষয়ে পুলিশের তরফে উচ্চ পর্যায়ের তদন্ত হলেও কার্যত আটকানো সম্ভব হয়নি।

আর সেখান থেকে শিক্ষা নিয়েই এবার আগে ভাগে প্রশ্নপত্র ফাঁস নিয়ে কড়া ব্যবস্থা নবান্নের। যদিও গতবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে ইন্টারনেট পরিষেবা বেশ কিছু জেলায় বন্ধ রাখা হয়েছিল। তবে তা ছিল অঘোষিত ভাবে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণের মাধ্যমে। এবার বিজ্ঞপ্তি দেওয়া হল বলে জানা যাচ্ছে।

English summary
Internet will be shut before Madhyamik to stop cheating
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X