For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫৫ কোটির সোনা উদ্ধার শিলিগুড়িতে! আন্তর্জাতিক পাচার চক্রের জাল কাটলেন গোয়েন্দারা

শিলিগুড়ি থেকে উদ্ধার হল ১০ কেজি সোনা। বেআইনিভাবে সোনা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে। গোপনসূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে কামরূপ এক্সপ্রেস থেকে সোনা উদ্ধার করেন গোয়েন্দারা।

  • |
Google Oneindia Bengali News

শিলিগুড়ি থেকে উদ্ধার হল ১০ কেজি সোনা। বেআইনিভাবে সোনা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে। গোপনসূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে কামরূপ এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ ওই সোনা উদ্ধার করা হয়েছে। বমাল গ্রেফতার হন রাজু আদর্শ নামে এক যুবক। কেন্দ্রীয় গোয়েন্দা দফতর পাচার রুখে সাফল্য পেল বঙ্গে।

৫৫ কোটির সোনা উদ্ধার শিলিগুড়িতে! আন্তর্জাতিক পাচার চক্রের জাল কাটলেন গোয়েন্দারা

কেন্দ্রীয় গোয়েন্দা দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় তিন কোটি টাকা। ভুটান থেকে কম দামে সোনা কিনে অসম হয়ে পাচারের জন্য কলকাতায় আনা হচ্ছিল। গোয়েন্দারা গোপন খবর পেয়েছিলেন। সেইমতোই পাতা হয়েছিল ফাঁদ। ফাঁদে ধরা পড়ে যায় পাচারকারী। তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের পাণ্ডাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা।

এই ঘটনায় পিছনে আন্তর্জাতিক পাচার চক্রের হাত রয়েছে বলে মনে মনে করছেন গোয়েন্দারা। সেইমতো পাচারচক্রকে জালে পুরতে সচেষ্টা গোয়েন্দা পুলিশ। একইভাবে গত ৮ জুলাই শিলিগুড়ি থেকে ১০ কেজি সোনা উদ্ধার করেছিলের রাজস্ব দফতরের আধিকারিকরা। তখন দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছিল।

তারপর গত ১৫ সেপ্টেম্বরও পাচারকাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দারা সাফল্য পায়। এক সেনাকর্তা-সহ দুই পুলিশ আধিকারিককে পাকড়াও করে এই ঘটনায়। এরপরও একাধিকবার সোনা উদ্ধার করা হয়েছে। ১৮ জুন শিলিগুড়ি থেকেই ৩২ কেজি সোনা উদ্ধার করা হয়।

বর্তমান আর্থিক বছরেই দফায় দফায় ১৬০ কেজি সোনা উদ্ধার করেন গোয়েন্দারা। উদ্ধার হওয়া সোনার মূল্য ৫৫ কোটি টাকারও বেশি। এই পাচারকারীরা বাংলাদেশ, মায়ানমার, ভুটান, নেপাল-সহ আন্তরাজ্য পাচার চক্রের সঙ্গে যুক্ত।

English summary
Intelligence recovers gold of 55 crore rupees from Siliguri. 10 kg gold is recovered and a trafficker is arrested.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X