For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দিদিকে বলো' কর্মসূচি নিয়ে প্রচার! শুভেন্দু গড়ে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল

দিদিকে বলো কর্মসূচি নিয়েই এবার গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেল। দলের মধ্যেই বিবাদের জেরে তোলপাড় শুভেন্দু গড়।

  • |
Google Oneindia Bengali News

দিদিকে বলো কর্মসূচি নিয়েই এবার গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেল। দলের মধ্যেই বিবাদের জেরে তোলপাড় শুভেন্দু গড়। সূত্রের খবর অনুযায়ী, মহিষাদলে এই কর্মসূচি নিয়ে কাজিয়া হেভিওয়েট বিধায়ক সুদর্শন ঘোষ দস্তিদাদের সঙ্গে ব্লক সভাপতি তিলক চক্রবর্তীর। দুপক্ষই আলাদা আলাদা করে সাংবাদিক বৈঠক করে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেন বলে জানা গিয়েছে।

 দিদিকে বলো কর্মসূচি নিয়ে প্রচার! শুভেন্দু গড়ে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল

জেলায় জেলায় ব্লকে ব্লকে দিদিকে বলো কর্মসূচিতে হাজির হচ্ছেন তৃণমূলের মন্ত্রী, বিধায়ক কিংবা ব্লক সভাপতিরা। করা হচ্ছে সাংবাদিক সম্মেলন। উদ্দেশ্য একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভাব অভিযোগ পৌঁছে দেওয়া। কিন্তু অনেক জায়গাতেই যে তা সঠিকভাবে হচ্ছে না, তার প্রমাণ রাখল শুভেন্দু গড়। শুক্রবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলে বিধায়ক এবং ব্লক সভাপতি আলাদা আলাদা করে সাংবাদিক বৈঠক করেন এবং পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেন।

 দিদিকে বলো কর্মসূচি নিয়ে প্রচার! শুভেন্দু গড়ে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল

এর আগেও অবশ্য দিদিকে বলো কর্মসূচি নিয়ে বিরোধ দেখা গিয়েছে তৃণমূলে। ভাঙড়ে তৃণমূলের তরফে করে দেওয়া কমিটিতে নাম পাওয়া যায়নি প্রভাবশালী নেতা আরাবুল ইসলামের। সিপিএম থেকে তৃণমূলে যাওয়া মন্ত্রী রেজ্জাক মোল্লা সাংবাদিক বৈঠক করে প্রচারে অংশও নেন। সেখানে ছিলেন কাইজার আহমেদ, নান্নু হোসেন এবং ওহিদুল ইসলামরা। কিন্তু পাওয়া যায়নি আরাবুল ইসলামকে। তবে আরাবুল ইসলাম অবশ্য কমিটিতে নাম থাকা না থাকাকে গুরুত্ব দিতে রাজি নন। তিনি বলেছেন, তিনি ভাঙড়ের ভূমিপুত্র। তিনি মানুষের সঙ্গে জনসংযোগ করবেন আলাদা করে।

English summary
Inner party clash of Trinamool Congress on Didike balo programme in East Midnapur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X