For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুধু মিথ নয়, মিথ্যাও! রাজ্যের উন্নয়ন নিয়ে মমতাকে আক্রমণ মহম্মদ সেলিমের

শুধু মিথ নয়, মিথ্যাও! রাজ্যের উন্নয়ন নিয়ে মমতাকে আক্রমণ সেলিমের

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে পুরভোটের দামামা বাজার সঙ্গে সঙ্গেই শাসকদল তৃণমূল কংগ্রেস, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। সূত্রের খবর অনুযায়ী, রাজ্য সরকার, পুরসভাগুলির নির্বাচন করাতে চায় ১২ থেকে ২৬ এপ্রিলের মধ্যে।

 ছোট বিধানসভার ভোট এপ্রিলে

ছোট বিধানসভার ভোট এপ্রিলে

আগামী ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে ছোট বিধানসভার নির্বাচন হতে যাচ্ছে এপ্রিলে। যাতে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির। যদিও নির্বাচনে প্রাসঙ্গিত হয়ে থাকতে লড়াই চালিয়ে যাচ্ছে বাম-কংগ্রেস।

নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি বিজেপির

নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি বিজেপির

পুর নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি করেছে বিজেপি। তাদের অভিযোগ, রাজ্যের পুলিশ তৃণমূল ক্যাডারের মতো আচরণ করে। ফলে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন জরুরি বলে দাবি করেছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।

উন্নয়ন নিয়ে কটাক্ষ সেলিমের

উন্নয়ন নিয়ে কটাক্ষ সেলিমের

রাজ্যের উন্নয়ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারকে কটাক্ষ করেছেন, সিপিএম নেতা মহঃ সেলিম। রাজ্যের বাইরে রাজ্যের উন্নয়ন নিয়ে মিথ ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও মন্তব্য কেন তিনি।

 গত ৪ বছরে নতুন ফ্ল্যাইওভার নেই কলকাতায়

গত ৪ বছরে নতুন ফ্ল্যাইওভার নেই কলকাতায়

চার বছর হল তৃণমূলের দ্বিতীয় সরকার কাজ করছে। এই সময়ের মধ্যে কলকাতায় নতুন কোনও ফ্ল্যাইওভার তৈরির কাজ শুরু হয়নি। উন্নয়নের কাজ নিয়ে রাজ্যের বাইরে শুরু মিথ ছড়ানো হয়নি, মিথ্যাও ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

প্রস্থে বেড়েছেন তৃণমূল নেতারা, অভিযোগ করেছিলেন সেলিম

প্রস্থে বেড়েছেন তৃণমূল নেতারা, অভিযোগ করেছিলেন সেলিম

বীরভূমে এক সমাবেশ থেকে সেলিমের অভিযোগ করেছিলেন, প্রস্থে বেড়েছেন তৃণমূল নেতারা। বাড়ি, গাড়ি হয়েছে তাঁদের। কোথাও কয়লা মাফিয়া তো কোথাও পাথর মাফিয়া, ১০০ দিনের কাজের টাকা, ঘরের টাকা, মিড ডে মিলের টাকা থেকে কিংবা রাস্তার মোড়ে সিভিক ভলান্টিয়ারদের তোলা টাকার ভাগ পৌঁছে যাচ্ছে কালীঘাটে। পিসি-ভাইপোর কাছে গিয়ে তা জমা হচ্ছে, অভিযোগ করেছেন সেলিম।

English summary
Infrastructural development under TMC being circulated outside WB is not Myth but Mithya, Says Md Salim. Some days back he criticises TMC and Mamata Banerjee for Cut money.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X