For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাদেশ সীমান্ত ঘুরে দেখতে রাজ্যে আসছেন রাজনাথ সিং

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

রাজনাথ
কলকাতা, ৩০ মে: বাংলাদেশি অনুপ্রবেশ রোধে ভোটের আগেই কড়া অবস্থান নিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই বার্তা যে নিছক ফাঁকা আওয়াজ নয়, তা এবার মালুম হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে যেমন একটি পৃথক অনুপ্রবেশ-বিরোধী দফতর তৈরি হচ্ছে, তেমনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং নিজে আসছেন বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে। সীমান্তে কোথায় কী খামতি রয়েছে, তা ঘুরে দেখবেন তিনি।

ওয়াকিবহাল মহলের খবর, রাজনাথ সিং ১১ জুনের পর যে কোনও দিন আসবেন। ওইদিন লোকসভার অধিবেশন শেষ হবে। আসার দু'-তিনদিন আগে দিনক্ষণ জানাবেন। দেখবেন, সীমান্তে কোথায় কাঁটাতারের বেড়া নেই, কোথায় বিএসএফ ক্যাম্পে লোকবল কম ইত্যাদি।

অনুপ্রবেশ ছাড়া নজরে রয়েছে গরু পাচার ও জাল টাকার রমরমা

অনুপ্রবেশ ছাড়া আরও দু'টি বিষয় রাজনাথের নজরে রয়েছে। তা হল, গরু পাচার এবং জাল টাকা। বাংলাদেশ সীমান্ত দিয়েই অবৈধভাবে এ দেশ থেকে গরু পাচার হয়। সীমান্ত পেরিয়ে গ্রামে ঢুকে গরু পাচারকারীরা আকছার লুঠপাট চালায়। তা ছাড়া, আইএসআই ভারতে জাল টাকা ঢোকানোর ক্ষেত্রে বাংলাদেশ সীমান্তকে ব্যবহার করছে। নদীয়া এবং উত্তর ২৪ পরগনার সীমান্ত দিয়ে মূলত জাল টাকা ঢোকে।

রাজনাথ সিংয়ের সঙ্গে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরণ রিজিজু। থাকবেন বিএসএফের বড় কর্তারা। বাংলাদেশ সীমান্ত ঘুরে সরেজমিনে সব কিছু খতিয়ে দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি আলোচনা করবেন। গতকাল নর্থ ব্লকে রাজনাথ সিং জানান, বল্লভভাই প্যাটেল দেশের অখণ্ডতা রক্ষার কথা বলতেন। তিনি সেই আদর্শে চলতে হবে। রাজ্যগুলিকে সঙ্গে নিয়ে সমন্বয় রক্ষা করে দেশের নিরাপত্তা জোরদার করতে হবে।

এদিকে, অরুণাচলপ্রদেশে চীনের আগ্রাসন নিয়েও অভিযোগ রয়েছে। এ ব্যাপারে কিরণ রিজিজুর সঙ্গে ইতিমধ্যে আলোচনা করেছেন তিনি। কারণ কিরণ রিজিজু অরুণাচলপ্রদেশ থেকে নির্বাচিত বিজেপি সাংসদ।

English summary
Infiltration: Home Minister Rajnath Singh will visit Indo-Bangla border soon
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X