
বাংলায় ২৫ হাজার কর্মসংস্থানের দিশা বাণিজ্য সম্মেলনে, মমতার স্বপ্নপূরণের ইঙ্গিত আদানির
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন সার্থক হল দেশের অন্যতম সেরা শিল্পপতি গৌতম আদানির ঘোষণায়। শিল্প সম্মেলন শুরুর আগেই একপ্রস্থ বৈঠক হয়েছিল। সেই মোতাবেক বেঙ্গল গ্লোবাল বিজনেস সমিটের মঞ্চে দাঁড়িয়ে গৌতম আদানি প্রতিশ্রুতি দিলেন বাংলায় ১০ হাজার কোটি বিনিয়োগের।
Recommended Video


১০ হাজার কোটি বিনিয়োগ আদানি গ্রুপের
শুধু ১০ হাজার কোটি টাকা বিনিয়োগই নয়, বিপুল সংখ্যক এই বিনিয়োগের সঙ্গে তিনি নিশ্চিত করলেন বাংলায় ২৫ হাজার কর্মসংস্থানও হবে। অর্থাৎ গৌতম আদানি বাংলার বুকে যে শিল্প আনতে চলেছেন, তাতে ২৫ হাজার চাকরি হবে। শিল্পায়নের সঙ্গে কর্মসংস্থানেও সুরাহা মিলবে আদানির ঘোষণায়।

বাংলার ভূয়সী প্রশংসায় গৌতম আদানি
আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি এদিন বাংলার ভূয়সী প্রশংসা করে রাজ্যের ইতিহাস, স্বাধীনতা আন্দোলন, ভৌগলিক অবস্থান নিয়েও বক্তব্য রাখেন। তিনি বলেন, আগামী কয়েক বছরে এ রাজ্যে বিপুল বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী। বাংলায় শিল্পায়ন হবে। বিপুল কর্মসংস্থানও হবে এবার।

দফায় দফায় আলোচনা হবে শিল্পপতিদের
বুধবার নিউটাউনের কনভেনশনে সেন্টারে দু'দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন উদ্বোধন হল। রাজ্যপাল জগদীপ ধনখড়ের উদ্বোধনী ভাষণের পর একে একে দেশ-বিদেশের অভ্যাগতরা ভাষণ দেন। শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্য পেশ করেন। ১৯ দেশের ২৫০ শিল্পপতি উপস্থিত ছিলেন এই বিজসেন সামিটে। বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই বিজনেস সামিট। সেখানে বাংলার মুখ্যমুন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দফায় দফায় আলোচনা হবে শিল্পপতিদের।

গ্রিন এনার্জি নিয়ে আদানি গোষ্ঠীর কাজ
এদিন বাণিজ্য সম্মেলনে ভাষণ দিতে গিয়ে গৌতম আদানি বলেন, বাংলা নারীশক্তির প্রতীক। স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদান সর্বোপরি। সেই বাংলার শিল্পায়নে এবার বিনিয়োগ করবে আদানি গ্রুপ। ১০ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করবে রাজ্য। ২৫ হাজার প্রত্যক্ষ ও পরোক্ষ চাকরি হবে। আগামী দিনে গ্রিন এনার্জি নিয়ে আদানি গোষ্ঠী কাজ করবে বলেও জানান তিনি।

১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হিরানন্দানির
অন্যদিকে হিরানন্দানিও এদিন বিনিয়োগের প্রতিশ্রুতি দেন। হিরানন্দানি গোষ্ঠা বাংলায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে প্রথম দিনেই ২৫ হাজার কোটির বিনিয়োগ প্রতিশ্রুতি পেয়ে গেল বাংলা। এখন দেখার বৃহস্পতিবার পর্যন্ত অন্যান্য শিল্পপতিরা আর কত টাকার বিনিয়োগ প্রতিশ্রুতি দেন। এবং কত চাকরির সুযোগ তৈরি হয়।

সবাইকে বাংলায় বিনিয়োগের আর্জি মমতার
আদানি, হিরানন্দানি ছাড়াও এদিনের সম্মেলনে সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ, নেওটিয়া, সঞ্জীব মেহতা, সজ্জন জিন্দল, উমেশ চৌধুরী, পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, রুদ্র চট্টোপাধ্যায়দের মতো শিল্পপতিরা উপস্থিত ছিলেন। শুধু দেশের শিল্পপতিরাই নন, বিদেশ থেকে শিল্পপতি-বিনিয়োগকারীরা বিশ্ববঙ্গ সম্মেলনে যোগ দেন। ৪৯ জন ব্রিটিশ লগ্নিকারী ছাড়াও আমেরিকা, ইতালি, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, জার্মানি, বাংলাদেশ, ভুটান, অস্ট্রেলিয়া, নরওয়ে, ফিনল্যান্ড, জাপান, কেনিয়া-সহ ১৯টি দেশের ২৫০ প্রতিনিধি এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণে সাড়া দিয়ে। তাঁদরে সবাইকে বাংলায় বিনিয়োগের আর্জি জানান মমতা।
বাংলা কেন বিনিয়োগের স্বর্গরাজ্য, রাজ্যের উন্নয়নের ৮ স্তম্ভের কথায় জানালেন মমতা