For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাত জেগে ঠাকুর দেখার জন্য থাকছে রেলের এই বিশেষ ব্যবস্থা

রাত জেগে ঠাকুর দেখার জন্য থাকছে রেলের এই বিশেষ ব্যবস্থা ।

  • |
Google Oneindia Bengali News

এবছরের দুর্গাপুজোর তৃতীয়া, চতুর্থী ছিল যথাক্রমে শনি ও রবিবার। উইকেন্ডে বৃষ্টি বিহীন এরকম দুটো দিনে পুজোর আনন্দে ভরপুর মাতোয়ারা হয়েছেন সকলে। ফলে চতুর্থী থেকেই পুজোর ভিড় রাস্তায় নামতে শুরু করেছে। যার জন্য দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। যতই পুজো এগোবে ভিড় আরও বাড়বে । এই ভিড় সামলাতে এবছরেও অতিরিক্ত ট্রেন মিলবে সপ্তমী থেকে।

পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলসূত্রের খবর , অন্যান্য বছরের মতো এবছরেও সপ্তমী থেকে পুজোর ৪ দিন সারা রাত চলবে ট্রেন। যাত্রী নিরাপত্তা নিয়েও বিশেষ ব্যবস্থা নিচ্ছে ভারতীয় রেলের দুটি শাখাই। রেলের উচ্চপদস্থ আধিকারিকদের স্টেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

রাত জেগে ঠাকুর দেখার জন্য থাকছে রেলের এই বিশেষ ব্যবস্থা

পূর্ব রেল সূত্রের খবর, শিয়ালদহ ও হাওড়া থেকে উত্তর শহরতলির বিভিন্ন স্টেশনে যাতায়াতের জন্য সারারাত পর্যায়ক্রমে সব লোকাল ট্রেনই চলবে। শিয়ালদহ থেকে নৈহাটি, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, বনগাঁ লাইন ও ডানকুনির দিকে চলবে ট্রেন। একইভাবে হাওড়া মেন ও কর্ড লাইনেও রাত ১২ টার পর চলবে ট্রেন।

দক্ষিণ-পূর্ব রেলসূত্রের খবর, হাওড়া থেকে খড়্গপুর, মেচেদা, পাঁশকুড়া ও আমতা পর্যন্ত রোজকার ট্রেনের সঙ্গে রাত ১২টার পরে চালানো হবে বাড়তি ট্রেন। পাশাপাশি ভোররাত থেকেও থাকবে নিয়মিত ট্রেনের দৌড়।

এদিকে , রেলের নিরাপত্তা বাড়াতে জিআরপির পাশাপাশি আরপিএফ জওয়ানরাও থাকবেন বিভিন্ন স্টেশনে। থাকছে মহিলা বাহিনীও। তবে আপাতত চতুর্থী থেকে ভিড় সামলাতে বেশ বেগে পেতে হচ্ছে রেল-কে।

English summary
indian railways puts additional trains for durga puja.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X