For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি না তৃণমূল- একুশের নির্বাচনের রায় কার পক্ষে জনমত সমীক্ষা পিপলস পালসের

বিজেপি না তৃণমূল- একুশের নির্বাচনের রায় কার পক্ষে জনমত সমীক্ষা পিপলস পালসের

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে প্রথম দফার নির্বাচন ২৭ মার্চ। তার তিনদিন আগে যে পিপলস পালস ওপিনিয়ন পোল (openion poll) প্রকাশ করেছে ইন্ডিয়া টিভি। সেখানে দেওয়া জনমত সমীক্ষায় বিজেপি বড় ব্যবধানে জয় দেখানো হয়েছে। এই ফলাফলের নিরিখে, উত্তরবঙ্গের পাশাপাশি জঙ্গলমহল এবং দক্ষিণবঙ্গে বিজেপির জয় সর্বত্র বলে দেখানো হয়েছে।

উত্তরবঙ্গের ২৮ আসন

উত্তরবঙ্গের ২৮ আসন

ইন্ডিয়া টিভিতে প্রকাশিত পিপলস পালস ওপিনিয়ন পোলে উত্তরবঙ্গ ভাগের মধ্যে রাখা হয়েছে দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং এবং জলপাইটগুড়ি-এই পাঁচ জেলাকে। এই পাঁচ জেলায় থাকা ২৮ টি আসনের মধ্যে বিজেপি ২৪ টি আসন পেতে পারে বলে অনুমান করা হয়েছে। তৃণমূল তিনটি এবং বাম-কংগ্রেস একটি আসন পেতে পারে ১ টি আসন।

গ্রেটার মালদহের ৪৯ আসন

গ্রেটার মালদহের ৪৯ আসন

গ্রেটার মালদহের মধ্যে রাখা হয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং মুর্শিদাবাদ জেলা। এর মধ্যে মালদহ এবং মুর্শিদাবাদে কংগ্রেস শক্তিশালী। পাশাপাশি এই অংশে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যাও বেশি। সমীক্ষায় ৪৯ টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ২৩ টি আসন এবং বিজেপি ১৪ টি আসন। বাম-কংগ্রেস জোট পেতে পারে ১২ টি আসন। সমীক্ষায় দেখা গিয়েছে ওই অংশে বিজেপিকে বেশ লড়াই করতে হয়েছে। পাশাপাশি দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোট ব্যাঙ্ক অটুট রয়েছে।

মধ্যবঙ্গের ৪৯ আসন

মধ্যবঙ্গের ৪৯ আসন

মধ্যবঙ্গের মধ্যে রাখা হয়েছে, বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানকে। ৪৯ টি আসনের মধ্যে বিজেপির ৩৪ টি আসনে জিততে পারে বলে দেখানো হয়েছে। আর তৃণমূল ১৪ টি আসন পেতে পারে। বাম-কংগ্রেস জোট মাত্র একটি আসন পেতে পারে।

জঙ্গলমহলের ৪২ টি আসন

জঙ্গলমহলের ৪২ টি আসন

জঙ্গলমহলের মধ্যে ধরা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামকে। এই ৪ জেলার ৪২ টি আসনের মধ্যে বিজেপির পেতে পারে ৩৫ টি আসন। তৃণমূল পেতে পারে ৭ টি আসন। ২০১৯-এর নির্বাচনে এই অংশ থখেকে বিজেপি ব্যাপক সাফল্য পেয়েছিল।

দক্ষিণবঙ্গের ১২৬ টি আসন

দক্ষিণবঙ্গের ১২৬ টি আসন

দক্ষিণবঙ্গের মধ্যে রাখা হয়েছে কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরকে। এই ছয় জেলার ১২৬ টি আসনের মধ্যে বিজেপি ৭৬ টি আসন পেতে পারে। তৃণমূল পেতে পারে ৪৮ টি আসন। বাম-কংগ্রেস জোট পেতে পারে মাত্র ২ টি আসন।

শান্তিকুঞ্জে পদ্ম ঝড়ের জল্পনার মাঝে শুভেন্দুর ছেড়ে দেওয়া এইচডিএতে দিব্যেন্দু! মমতাকে বার্তা তমলুকের নেতারশান্তিকুঞ্জে পদ্ম ঝড়ের জল্পনার মাঝে শুভেন্দুর ছেড়ে দেওয়া এইচডিএতে দিব্যেন্দু! মমতাকে বার্তা তমলুকের নেতার

English summary
India TV release Peoples Pulse Openion poll results show BJP will win in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X