For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় লকডাউনে ব্যবসায় বজ্রাঘাত! সবজি-র বাজারে প্রবল বিপর্যয়ের অশনি সংকেত

বাংলায় লকডাউনে ব্যবসায় বজ্রাঘাত! সবজি-র বাজারে প্রবল বিপর্যয়ের অশনি সংকেত

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গে লকডাউনের জেরে প্রবল বিপর্যয়ে পড়েছে সবজি বাজার। ক্রমেই পরিস্থিতি আরও বেশি উদ্বেগ জনক হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের জন্য। ক্রমাগত লকডাউনের জেরে ধুঁকে পড়েছে রাজ্যের সবজি রপ্তানী।

 পশ্চিমবঙ্গ ও সবজি রপ্তানি

পশ্চিমবঙ্গ ও সবজি রপ্তানি

এক রিপোর্ট অনুযায়ী, দেখা গিয়েছে, পশ্চিমবঙ্গে সবজির বাজার রীতিমতো ধুঁকে পড়েছে লকডাউনের জেরে। যার ফলে, মার্চ মাস থেকে রাজ্যের রপ্তানি ৯০ শতাংশ কমেছে। আর তারই প্রভাবে ব্যবসায়ীদের মাথায় হাত।

 কেন এতবড় বিপর্যয়?

কেন এতবড় বিপর্যয়?

বেগুন, ঝিঙে, চিচিঙ্গে সহ একাধিক ফসল বিপুল পরিবামাণে দেশের বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করে বাংলা। তবে লকডাউনে বিমান পরিষেবা বন্ধ থাকায়, বিপত্তি বেড়েছে। ব্যবসায়িদের তরফের দাবি, সরকার পরিস্থিতির দিকে নজর রাখছেন না।

রপ্তানি ও বাণিজ্যিক ধাক্কা

রপ্তানি ও বাণিজ্যিক ধাক্কা

বহু ব্যবসায়ী বলছেন, যেখানে অন্যান্য বছর এপ্রিলের মধ্যে তারা ৩০ টি কনসাইনমেন্ট রপ্তানি করেন, সেখানে এবছর তা ৮ টিতে নেমেছে। সাধারণত ৬ মাসে ৩০ হাজার টন সবজি বাংলা থেকে মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুরের মতো দেশে যায়। এবছর সেখানে ধরাশায়ী পরিস্থিতি।

 আম চাষে বিপুল ধাক্কা

আম চাষে বিপুল ধাক্কা

এবছর লকডাউনের জন্য বিপুল টাকার ক্ষতি হয়ে গিয়েছে আমচাষে। যার জেরে মধ্যপ্রাচ্যের দেশ ও ইওরোপে পৌঁছয়নি বাংলার আম। আর তার ফলে যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা থেকে আর উঠে আসতে পারা যাচ্ছে না বলে দাবি বহু ব্যবসায়ীর।

 দিলীপ ঘোষ পদত্যাগ করতে চেয়েছিলেন! মুকুল-পর্বের মাঝেই জল্পনা নিয়ে দিলেন জবাব দিলীপ ঘোষ পদত্যাগ করতে চেয়েছিলেন! মুকুল-পর্বের মাঝেই জল্পনা নিয়ে দিলেন জবাব

English summary
In West Bengal Fruit and Vegetable export goes down by 90 percent upsets traders
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X