For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যুর সঙ্গে কোন ঘটনা জড়িয়ে যাচ্ছে! একনজরে পরিস্থিতি

পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যুর সঙ্গে কোন ঘটনা জড়িয়ে যাচ্ছে! একনজরে পরিস্থিতি

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে ক্রেই বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। কয়েক মাস আগেও রাজ্যের যে এলাকাগুলিকে করোনা ছুঁতে পারেনি, আজ সেখানে ঘরে ঘরে করোনার দাপট। পাশাপাশি করোনার জেরে মৃত্যুর পরিসংখ্যানও বেশ উদ্বেগের। এমন এক পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের করোনায় 'কো মর্বিডিটি ফ্যাক্টর' প্রাসঙ্গিক হয়ে উঠছে।

 কো মর্বিডিটি ও বাংলায় করোনা পরিস্থিতি

কো মর্বিডিটি ও বাংলায় করোনা পরিস্থিতি

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকার কো মর্বিডিটি ফ্যাক্টর নিয়ে কয়েক মাস আগেও যে অবস্থানে ছিল, এখনও সেখানেই রয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে , কো মর্বিডিটি ফ্যাক্টরের হিসাবে জুনের প্রথমের ৬৫ শতাংশ থেকে অগাস্টের প্রথমে করোনায় সংক্রমিতের হার ৮৮.৫ শতাংশে চলে যায়।

মৃত্যু ও করোনা

মৃত্যু ও করোনা

রিপোর্টে দেখা গিয়েছে কো মর্বিডিটি রয়েছে যে সমস্ত রোগীদের তাঁদের বেশি মাত্রায় করোনা সংক্রমণ হচ্ছে। অথচ সেক্ষেত্রে যাঁদের কো মর্বিটিডি নেই যাঁদের তাঁদের মৃতের হার ৩৪ থেকে ১১ শতাংশে নেমে এসেছে। ফলে কো মর্বিডিটি বাদে করোনা রোগীদের সুস্থ হওয়ার পরিসংখ্য়ান বাড়ছে রাজদ্যে। আর কো মর্বিডিটি থাকলেই করোনার গ্রাস চওড়া হচ্ছে।

 কোমর্বিডিটি ও বিশেষজ্ঞদের দাবি

কোমর্বিডিটি ও বিশেষজ্ঞদের দাবি

যে সমস্ত করোনা রোগীদের আগে থেকেই একাধিক গভীর শারীরিক সমস্যা রয়েছে তাঁদের ক্ষেত্রে কোমর্বিডিটি ফ্যাক্টর গ্রাহ্য করা হচ্ছে। বলা হচ্ছে, করোনার সামনে কোনও একটি শারীরিক অংশ যদি দুর্বল থাকে, তাহলে সেই দুর্বলতাতে করোনা নিজের শক্তি দাহির করবে। ফলে সেই রোগীর দেহে করোনার বাসা আরও গভীর হবে।

 কোন কোন রোগীদের সমস্যা?

কোন কোন রোগীদের সমস্যা?

যাঁদের হাইপাল টেনশন রয়েছে, হৃদরোগ জনিত সমস্যা রয়েছে,কিডনির সমস্যা রয়েছে তাঁদের ক্ষেত্রে করোনা ভয়ঙ্কর। দেখা যাচ্ছে এই শারীরিক সমস্যায় আক্রান্ত মানুষের করোনা হলে তাঁদের মৃত্যুর হার বেশি। রাজ্যের ক্ষেত্রে এণনই ছবি ফুটে উঠেছে।

করোনার ভ্যাকসিন বিলি নিয়ে বুধবার বিশেষ বৈঠকে বসছে টাস্কফোর্স, ঠিক হবে আগামীর রূপরেখা করোনার ভ্যাকসিন বিলি নিয়ে বুধবার বিশেষ বৈঠকে বসছে টাস্কফোর্স, ঠিক হবে আগামীর রূপরেখা

English summary
In West Bengal Coronavirus deaths with co-morbid link keeps the spike up
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X