For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গে ৫৬ শতাংশ পরিযায়ী শ্রমিক করোনা পজিটিভ, অধিকাংশই উপসর্গহীন

পশ্চিমবঙ্গে ৫৬ শতাংশ পরিযায়ী শ্রমিক করোনা পজিটিভ, অধিকাংশই উপসর্গহীন

Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গে কোভিড–১৯ পজিটিভ কেসে ৫৬ শতাংশ পরিযায়ী শ্রমিক, যাঁরা অন্য রাজ্য থেকে বাংলায় এসেছেন। বুধবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। তাঁর মতে, প্রত্যেক ১০০ জন পরিযায়ীর মধ্যে ১০ জন কোভিড–১৯•এ সংক্রমিত, যদিও অধিকাংশই উপসর্গহীন।

পশ্চিমবঙ্গে ৫৬ শতাংশ পরিযায়ী শ্রমিক করোনা পজিটিভ, অধিকাংশই উপসর্গহীন


সরকারিভাবে বলা হয়েছে, '‌রাজ্যের ৫৬ শতাংশ, যাঁদের কোভিড পজিটিভ টেস্ট করানো হয়েছে, তাঁরা সকলেই পরিযায়ী শ্রমিক। প্রতিটি জেলা থেকে এই তথ্য সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। কিন্তু যেটা খুব ভয়ের বিষয় ‌তা হল এরা প্রত্যেকেই উপসর্গবিহীন এবং যে কারণে বর্তমান পরিস্থিতি একটু কঠিন।’‌ প্রসঙ্গত, বিভিন্ন রাজ্য থেকে শ্রমিক স্পেশ্যাল ট্রেনে করে ৬.‌৬০ লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে ফিরেছে এবং লক্ষাধিক শ্রমিক ফিরেছে হেঁটে।

সরকারিভাবে বলা হয়েছে, '‌পুরুলিয়া, কোচবিহার, বাঁকুড়া, দক্ষিণ ও উত্তর দিনাজপুর গ্রিন জোনে পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করেছে, যার পরেই এই এলাকাগুলিতে পজিটিভ কেসের সংখ্যা বাড়তে শুরু করেছে।’‌ মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাত, মধ্যপ্রদেশ ও দিল্লির মতো উচ্চ সংখ্যায় করোনা ভাইরাস সংখ্যা রয়েছে রাজ্যগুলি থেকে অধিকাংশ পরিযায়ী শ্রমিকরা ফিরেছেন। করোনা প্রকোপিত রাজ্যগুলি থেকে ফেরা সকলের জন্য কোভিড টেস্ট বাধ্যতামূলক করে দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু পরে আইসিএমআরের উপদেশ অনুযায়ী উপসর্গ নেই এমন মানুষদের কোভিড টেস্ট করা হবে না নির্দেশিকা জারি করা হয়। পশ্চিমবঙ্গে করোনা কেস ধরা পড়েছে ১১,৯০৯ ও মঙ্গলবার পর্যন্ত মারা গিয়েছে ৪৯৫ জন।

পুলিশি বাধায় পণ্ড যুব মোর্চার কর্মসূচি! মমতার সরকারকে তালিবানি সরকারের সঙ্গে তুলনা অর্জুনেরপুলিশি বাধায় পণ্ড যুব মোর্চার কর্মসূচি! মমতার সরকারকে তালিবানি সরকারের সঙ্গে তুলনা অর্জুনের


English summary
in west bengal 56 per cent migrant workers are covid positive most of them are asymptomatic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X