For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারা দেশে সবার আগের কলকাতা, পজিটিভিটি রেট ৪৪.৫০% ! সংলগ্ন ৪ জেলার পরিস্থিতিও ভয়াবহ

একদিকে বাংলায় যখন করোনায় (Coronavirus) তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে, সেই সময় কলকাতা হয়ে উঠেছে হটস্পষ্ট। ২৪ ঘন্টায় কলকাতায় প্রায় ৩০ শতাংশ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পয়েছে। সংলগ্ন ৪ জেলাতেও পরিস্থিতি যথেষ্টই খারাপ। যদিও চিকিৎ

  • |
Google Oneindia Bengali News

একদিকে বাংলায় যখন করোনায় (Coronavirus) তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে, সেই সময় কলকাতা হয়ে উঠেছে হটস্পষ্ট। ২৪ ঘন্টায় কলকাতায় প্রায় ৩০ শতাংশ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পয়েছে। বড় জেলাগুলির মধ্যে সারা দেশে পজিটিভিটি রেটে সবার আগে কলকাতা। পজিটিভিটি রেট ৪৪.৫০%। সংলগ্ন ৪ জেলাতেও পরিস্থিতি যথেষ্টই খারাপ। যদিও চিকিৎসকরা বলছেন, মৃত্যুর যে সংখ্যাটা দেখানো হচ্ছে, তা আগের। আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্ত ১৬ লক্ষ ৭৮ হাজার ৩২৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৩৩,০৪২ জন। এদিন সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭৫৬৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬৪৩৮ জন। মোট করোনা মুক্ত হলেন ১৬ লক্ষ ২৫ হাজার ৪৫৪ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৬১৭০ (৪৭৫৯)। শতাংশের নিরিখে বৃদ্ধি প্রায় ২৯.৬৫ শতাংশ। উত্তর ২৪ পরগনায় ২৫৪০ (১৩৯১) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৫৩৩৭ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৫০৩৩। কলকাতায় এদিন সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ২৯৪৬ জন।

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,৫৭, ০৮৯। মঙ্গলবার কলকাতায় ৫ জনের মৃত্যুর পরে এদিনও মৃতের সংখ্যা ৫। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,৩৬, ০৬৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৫৬৮৫ জন।

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,৪৩, ৭৬১ জন। মঙ্গলবার ৩ জনের মৃত্যুর পরে বুধবার ৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ৩৩, ১৭৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৫৫৫৩ জন। এদিন তালিকায় যুক্ত হয়েছেন আরও ১৫১৫ জন।

যে পাঁচ জেলার পরিস্থিতি সব থেকে খারাপ

যে পাঁচ জেলার পরিস্থিতি সব থেকে খারাপ

রাজ্যের যে ৫ জেলার পরিস্থিতি সব থেকে খারাপ তার মধ্যে সবার আগে রয়েছে উত্তর ২৪ পরগনা। এছাড়াও যেসব জেলাগুলিতে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি, তার মধ্যে প্রথমেই রয়েছে হাওড়া (১২৮০), দক্ষিণ ২৪ পরগনা (৭৬৩), হুগলি (৬৭০) এবং পশ্চিম বর্ধমান (৫৫৬)।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ১৬ লক্ষ ০৭ হাজার ৪৫২। ১৫৫ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৬০, ৫১১ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ২৩.১৭ শতাংশ ( মঙ্গলবার যা ছিল ১৮.৯৬ %) । প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ২, ৪০, ০৮৩ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৫৯:৪১।

০৫ জানুয়ারি ভ্যাকসিন প্রাপকের সংখ্যা

০৫ জানুয়ারি ভ্যাকসিন প্রাপকের সংখ্যা

এদিন সারা রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৮,৬৫, ৭৩২ জন। প্রথম ডোজ পেয়েছেন ২,৮৪,২২৯ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫,৮১, ৫০৩ জন। এদিন পর্যন্ত রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ১০, ৬০, ০৮, ৩৮৯ জন। যাঁদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৬, ৪৯, ১৯, ৩৯১ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪, ১০, ৮৮, ৯৯৮ জন। এদিন রাজ্যে ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রের সংখ্যা ৫৫৭২।

শুভেন্দুর হাতে গড়া পঞ্চায়েতে আজব জোট! তৃণমূলের পঞ্চায়েতে নতুন প্রধান বিজেপির, উপপ্রধান সিপিএম-এরশুভেন্দুর হাতে গড়া পঞ্চায়েতে আজব জোট! তৃণমূলের পঞ্চায়েতে নতুন প্রধান বিজেপির, উপপ্রধান সিপিএম-এর

English summary
In Third Wave Covid-19 in West Bengal, situation of Kolkata and other 4 district is serious
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X