For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত ৬৪৯ জন,একদিনে মৃত্যু ১৬ জনের

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত ৬৪৯ জন,একদিনে মৃত্যু ১৬ জনের

Google Oneindia Bengali News

রাজ্যে বাড়তে থাকা করোনা পজিটিভ কেস উদ্বেগ বাড়িয়ে তুলছে সরকারের। পরপর চার দিন এই সংখ্যাটা পেরোল ৬০০। গত ২৪ ঘণ্টায় ৬৪৯ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। বহাল রয়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ১৬ জন নতুন করে করোনায় মৃত্যু হয়েছে, মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৯–তে। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৯,৮১৯।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত ৬৪৯ জন,একদিনে মৃত্যু ১৬ জনের


মৃতদের মধ্যে ৮ জন কলকাতার বাসিন্দা। এর ফলে কলকাতা শহরে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৯৪। ৩ জন উত্তর ২৪ পরগনা, ২ জন করে হাওড়া, হুগলি এবং ১ জন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা বলে জানা গিয়েছে। করোনায় আক্রান্তের মধ্যে এখনও শীর্ষে রয়েছে কলকাতাই। শহরে মোট কেস ৬,৪৪০, যার মধ্যে সক্রিয় কেসের সংখ্যা ২০০৬।

গত ২৪ ঘণ্টায় মোট ১০,৪০৫টি করোনা টেস্ট হয়েছে। সব মিলে এ রাজ্যে টেস্টের সংখ্যাও পেরিয়ে গেল ৫ লক্ষ। প্রতি দশ লক্ষ জনঘনত্বের নিরিখে টেস্টের সংখ্যা ৫৬৪৪। ৫১টি ল্যাবে হচ্ছে পরীক্ষা, ৭৮টি হাসপাতালে হচ্ছে চিকিৎসা। ৫৮২টি সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে মোট ৭ হাজার ৪৪৯ জন রোগী রয়েছেন।

তবে, আশার আলো দেখিয়েছে রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার। কারণ গত ২৪ ঘণ্টায় ৫০৯ জন রোগী করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। ফলে রাজ্যে মোট সুস্থ মানুষের সংখ্যা ১৩০৩৭। বর্তমানে সক্রিয় কোভিড রোগী ৬০৮৩। রাজ্যে সুস্থতার হার ৬৫.৭৮%।

'প্রন' পদ্ধতিতেই করোনা চিকিৎসা, বেসরকারি হাসপাতালগুলিকে ৬ দফা প্রটোকল এক্সপার্ট কমিটির'প্রন' পদ্ধতিতেই করোনা চিকিৎসা, বেসরকারি হাসপাতালগুলিকে ৬ দফা প্রটোকল এক্সপার্ট কমিটির

English summary
The number of new corona infections in the state is 649, Concerned health department,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X