For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মণীশ শুক্লা হত্যাকাণ্ডে তামিলনাড়ুতে এক ডাকাতির সূত্রে সন্ধান অভিযুক্তের! কীভাবে আটক শ্যুটার অনীশ

  • |
Google Oneindia Bengali News

অভিযোগ ছিল তরুণ বিজেপি নেতা মণীশ শুক্লাকে হত্যা করেছে শার্প শ্যুটার অনীশ ঠাকুর। আর এরপর অভিযুক্তকে খুঁজতে গিয়ে পুলিশ একাধিক জাল বিছিয়ে দেয়। শেষমেশ ধরা পড়েছে অভিযুক্ত অনীশ ঠাকুর।

হত্যাকাণ্ডের পর তামিলনাড়ুতে কী করছিল অনীশ?

হত্যাকাণ্ডের পর তামিলনাড়ুতে কী করছিল অনীশ?

জানা গিয়েছে, মণীশ হত্যাকাণ্ডে গা ঢাকা দিয়ে তামিলনাড়ুতে অনীশ একটি গ্যাংয়ের সঙ্গে হাত মেলায়। তারা সেখানে ডাকাতি শুরু করে বলে খবর। আর এক ডাকাতির ঘটনার কিনারা করতে গিয়েই সেখানের স্থানীয় পুলিশ এই অনীশের খোঁজ পায়।

লালবাজারকে ফোন তামিলনাড়ু থেকে!

লালবাজারকে ফোন তামিলনাড়ু থেকে!

এরপরই তামিলনাড়ুর পুলিশ ওই ডাকাতির ঘটনায় অনীশের সম্পর্কে একাধিক তথ্য হাতে পেতেই ফোন করে লালবাজারকে। রুদ্ধশ্বাস ঘটনা পরম্পরায় হদিশ মেলে মণীশ হত্যার মূল অভিযুক্তের।

 সিআইডির পদক্ষেপ

সিআইডির পদক্ষেপ

এদিকে, জানা গিয়েছে অনীশ পুলিশের জালে ধরা পড়তে তাকে কলকাতায় আনতে পুলিশের একটি দল তামিলনাড়ু যাচ্ছে। সেখান থেকে অনীশকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসতে চলেছে সিআইডি টিম।

 ভরসন্ধ্যেবেলা খুন!

ভরসন্ধ্যেবেলা খুন!

প্রসঙ্গত, ভর সন্ধ্যেবেলা বিটি রোডের উপর প্রকাশ্য রাস্তায় আততায়ীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন তরুণ বিজেপি নেতা মণীশ শুক্লা। টিটাগড় পুরসভার কাউন্সিলার মণীশের এই হত্যাকাণ্ডে ৮৭ জিনের মাথায় ১০ জন অভিযুক্তকে ব্যারাকপুর আদালতে তোলা হয়।

English summary
In Manish Shukla death case, sharp shooter Anish thakur arrested
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X