কলকাতায় করোনা আক্রান্তদের ১৫ শতাংশই বিভিন্ন বস্তি এলাকার বাসিন্দা, বিশদে দেখুন কেএমসি রিপোর্ট
কলকাতায় করোনা সংক্রমণ নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করল কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন বা কেএমসি। সদ্য প্রকাশিত একটি কেএমসি-র রিপোর্টে দেখা যাচ্ছে কলকাতায় মোট করোনা আক্রান্তদের মধ্যে ১৫ শতাংশই আসছে শহরের একাধিক বস্তি এলাকা থেকে। ইতিমধ্যেই এই রিপোর্ট নবান্নে জমা দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। এদিকে কলকাতায় এখনও পর্যন্ত ৫, ৭৫৩ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। পাশাপাশি এই মুহূর্তে গোটা রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছুঁইছুঁই। মৃত্যুহার ৩.৬৫ শতাংশ।

সূত্রের খবর, বর্তমানে কলকাতা পৌরসভার অধীনস্থ ২৭টি ঘন জনবসতিপূর্ণ ওয়ার্ডেই সর্বোচ্চ সংক্রমণ লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এপ্রিলের মাঝামাঝি সময়েও কলকাতায় সর্বাধিক করোনা আক্রান্তের খোঁজ শহরের বিভিন্ন বস্তি এলাকা থেকেই আসছিল। অন্যদিকে জুনের ২৭ তারিখ প্রকাশিত অপর একটি কেএমসি রিপোর্টেও একই চিত্র দেখা যাচ্ছে। ওই রিপোর্ট অনুযায়ী ওইদিন শহরে ১২৮ জন করোনা আক্রান্তদের মধ্যে ১৪জনই বস্তি এলাকা থেকে ছিলেন।
এরমধ্যে লকগেট, উল্টো-ডাঙা এবং ধাপা এলাকা থেকেই দুজন করে করোনা আক্রান্ত ছিলেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি আরও ছ’জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি। সূত্রের খবর, মে মাসের ৬ তারিখ থেকে জুন মাসের ২৭ তারিখ পর্যন্ত কেএমসির তরফে ১৪, ০০৮ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়। যাদের বেশিরভাগই কলকাতার বিভিন্ন বস্তি এলাকার বাসিন্দা। যার মধ্যে পরবর্তীতে ২৬৭ জনের শরীরের করোনা উপস্থিতির কথা জানা যায়।

বেসরকারি বাস রাস্তায় না নামলে কড়া হবেন মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন বিকল্প কী ব্যবস্থা