For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে বন্‌ধের মতো সস্তা রাজনীতি নয়, সিপিএম–কংগ্রেসকে হুঁশিয়ারি মমতার

রাজ্যে বন্‌ধের মতো সস্তা রাজনীতি নয়, সিপিএম–কংগ্রেসকে হুঁশিয়ারি মমতার

Google Oneindia Bengali News

সিএএ, এনআরসি ও সম্প্রতি জেএনইউতে হওয়া হামলার ঘটনাকে সামন রেখে বুধবার সিপিএম–কংগ্রেস একযোদে ভারত বন্‌ধের ডাক দিয়েছিল। এদিন সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দফায় দফায় বিক্ষোভ–আন্দোলন দেখা যায়। রেল অবরোধের ফলে বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে ট্রেন। সরকারি ও বেসরকারি বাসকেও আটকে দেয় বন্‌ধ সনর্থনকারীরা। সিপিএম ও কংগ্রেসকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় এই বন্‌ধের নিন্দা করেন। তিনি জানান, যাদের রাজ্যের রাজনীতিতে কোনও অস্তিত্ব নেই, তারা এ ধরনের বন্‌ধের সস্তা রাজনীতি করে রাজ্যের অর্থনীতিতে প্রভাব ফেলছে।

রাজ্যে বন্‌ধের মতো সস্তা রাজনীতি নয়, সিপিএম–কংগ্রেসকে হুঁশিয়ারি মমতার


মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে বন্‌ধ যে কারণের জন্য করা হয়েছে, সেই বিষয়ে তাঁর সমর্থন রয়েছে। যা কেন্দ্রের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে। কিন্তু বন্‌ধের নাম করে কোনও ধরনের জোর–জুলুম এবং জনজীবনকে স্তব্ধ করে দেওয়া তিনি ও তাঁর সরকার বরদাস্ত করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, '‌বাংলায় কোনও ধরনের বন্‌ধ বরদাস্ত করা হবে না। যাদের রাজ্যে কোনও রাজনৈতিক অস্তিত্ব নেই, তারা বাংলায় বন্‌ধের মতো সস্তা রাজনীতি করে অর্থনীতির ক্ষতি করতে চাইছে। তারা সিএএ বা এনআরসির বিরুদ্ধে, না বাংলায় বা সারা দেশে কোনও গণআন্দোলনে যোগ দিয়েছে এবং তারা এখন ধর্মঘটের ডাক দিয়ে সংক্ষেপে পুরো বিষয়টিতে যুক্ত হতে চাইছে।’‌

English summary
The Bengal CM and Trinamool supremo also said that her party and government is against any sort of shutdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X