For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য-রাজ্যপাল সংঘাতের জেরে রাজভবনে আটকে প্রায় ১২টি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথি

রাজ্য-রাজ্যপাল সংঘাতের জেরে রাজভবনে আটকে প্রায় ১২টি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথি

  • |
Google Oneindia Bengali News

নবান্ন রাজভবন সংঘাত যত তীব্রতর হচ্ছে ততই তীক্ষতা বাড়ছে রাজ্যপাল ও মমতার সরকারের মধ্যে। রাজ্যপালের অনুমতি ছাড়া বিধানসভায় দুটি বিল পেশের মধ্যেই বর্তমানে এই ধনকর-মমতা স্নায়ু যুদ্ধ যে আটকে নেই তার প্রমাণ মিললো আবারও এই নতুন ঘটনায়।

রাজ্য-রাজ্যপাল সংঘাতের জেরে রাজভবনে আটকে প্রায় ১২টি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথি

এবার দেখা যাচ্ছে শুধুমাত্র রাজ্যপালের অনুমোদনের জন্য পড়ে রয়েছে একাধিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথি। সূত্রের খবর, নানা অছিলায় এখনও প্রায় ১২টি বিশ্ববিদ্যালয়ের বেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি অনুমোদনে নারাজ হয়েছে পা ফিরিয়ে দিয়েছে রাজভবন।

এদিকে শিক্ষা দফতর সূত্রে খবর, এই ফাইল গুলির কোনটাই নীতিগত সিদ্ধান্তের সাথে সম্পর্কিত নয়। এর মধ্যে কয়েকটি হ'ল রুটিন স্টাফ যেমন উপাচার্যদের বেতন পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত। আবার কোনোটিতে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে চ্যান্সেলরের মনোনীত প্রার্থী বাছাই সম্পর্কিত ফাইল। সূত্রের খবর, একটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ সংক্রান্ত নথিও রয়েছে ফাইলে রয়েছে এই ফাইল গুলির মধ্যে।

রাজভবনের এই অচলাবস্থা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “ এখন নষ্ট করার সময় একদমই হাতে নেই। মুখ্যমন্ত্রীর দফতর এবং শিক্ষা দফতরই বর্তমানে গোটা সরকারের ডামাডোলের পিছনে রয়েছে। আমাকে এই প্রশ্ন করার আগে রাজ্য সরকারকে জিজ্ঞেস করুন গত পাঁচ মাসে রাজভবন থেকে পাঠানো কতগুলো নথি এখনও মুখ্যমন্ত্রীর দফতরে পড়ে রয়েছে কোনও জবাব না পেয়ে।”

নোভেল করোনা ভাইরাস থেকে কীভাবে বাঁচবেন জেনে নিননোভেল করোনা ভাইরাস থেকে কীভাবে বাঁচবেন জেনে নিন

English summary
important documents of about 12 universities stuck in the raj bhavan due to state and governor conflict
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X