For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রবল ঘূর্ণিঝড়ের সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা! বাংলার তিন জেলায় জারি আবহাওয়া দফতরের কমলা সতর্কতা

সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার। আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ঘূর্ণিঝড় সিতরাং-এর আছড়ে পড়া এবং তার প্রভাবজনিত কারণে দক্ষিণবঙ্গের তিন জেলায় কমলা সতর্কতা জারি করেছে

  • |
Google Oneindia Bengali News

সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার। আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ঘূর্ণিঝড় সিতরাং-এর আছড়ে পড়া এবং তার প্রভাবজনিত কারণে দক্ষিণবঙ্গের তিন জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৪ অক্টোবর সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সর্বত্রই আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আগামী ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দিন এবং রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের ৩ জেলায় কমলা সতর্কবার্তা

দক্ষিণবঙ্গের ৩ জেলায় কমলা সতর্কবার্তা

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৩ অক্টোবর রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের তৈরির কারণে রবিবার থেকেই আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা।
আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ ও ২৫ অক্টোবর রাজ্যের বিভিন্ন জেলায় আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা থাকলেও বেশি পরিবর্তন হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলের অংশে। ২৪ অক্টোবর এইসব জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি এহং তার সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর ২৫ অক্টোবর এই তিন জেলার জন্য কমলা সতর্কতা জারি করে বলা হয়েছে, কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং সঙ্গে ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় সর্বোচ্চ ৭০ কিমি।

বিশেষ সতর্কতা উপকূলের মানুষদের জন্য

বিশেষ সতর্কতা উপকূলের মানুষদের জন্য

আবহাওয়া দফতরের তরফে উপকূলের মানুষদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের জন্যসতর্কবার্তা জারি করে বলা হয়েছে ২৩ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা যেন সমুদ্রে না যান। আর যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে গিয়েছেন, তাঁরা যেন এদিন রাতের মধ্যে ফেরত আসেন।
এর পাশাপাশি ২৪ ও ২৫ অক্টোবর সুন্দরবনে ফেরি সার্ভিস বন্ধ রাখতেও বলা হয়েছে। অন্যদিকে দিঘা, মন্দারমনি, শঙ্করপুর, সাগর-সহ সমুদ্রকেন্দ্রিক পর্যটনস্থানগুলির পর্যটন ক্রিয়াকলাপ স্থগিত রাখতে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আপপাশের এলাকার আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৬ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২০.৫
বহরমপুর ২০
বাঁকুড়া ২০.৭
বর্ধমান ২২
কোচবিহার ১৭.১
দার্জিলিং ১১.৬
দিঘা ২৩.৫
কলকাতা ২৪
দমদম ২৩.৯
কৃষ্ণনগর ২৩.৬
মালদহ ২২.৯
মেদিনীপুর ২২.৩
শিলিগুড়ি ১৮.১
শ্রীনিকেতন ২১.১

মধ্যপ্রদেশে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা! কমপক্ষে ১৫ জনের মৃত্যু, আহত বহুমধ্যপ্রদেশে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা! কমপক্ষে ১৫ জনের মৃত্যু, আহত বহু

English summary
IMD issues orange warning due to cyclone Sitrang for three districts of South Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X