For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাইক্লোন ইয়াসের আগে বাংলার বহু জেলায় অতিভারী বর্ষণের সতর্কতা জারি, ২৭ মে পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস একনজরে

Google Oneindia Bengali News

ধীরে ধীরে উপকূলের দিকে এগিয়ে আসছে সাইক্লোন ইয়াস। বঙ্গোপসাগরে ফুঁসে ওঠা এই ঘূর্ণিঝড়ের দাপটে ইতিমধ্যেই দিঘায় প্রবল জলোচ্ছ্বাস দেখা গিয়েছে। ক্রমেই ফুঁসে উঠছে সেখানের জলস্তর। এদিকে ওড়িশার ৪ জেলায় জারি হয়ে গিয়েছে রেড অ্যালার্ট। এই পরিস্থিতিতে মৌসম ভবন নতুন করে যে সতর্কবার্তা জারি করেছে তা দেখে নেওয়া যাক।

জলোচ্ছ্বাস কতদূর পর্যন্ত হতে পারে?

জলোচ্ছ্বাস কতদূর পর্যন্ত হতে পারে?

জানা গিয়েছে, সাইক্লোন ইয়াসের পদার্পণের আগেই সমুদ্রে ঝোড়ো গতিতে জলোচ্ছ্বাস শুরু হয়েছে। দিঘায় সকাল থেকেই চার ছবি দেখা গিয়েছে। এদিকে, মৌসম ভবন জানিয়েছে, সমুদ্রে ২ থেকে ৪ মিটার উচ্চতার দীর্ঘ ঢেউ দেখা যেতে পারে এই ঘূর্ণিঝড়ের দাপটে। মেদিনীপুর, ও ওড়িশার বালাসোর, ভদ্রকের নিচু এলাকায় এমন পরিস্থিতি হতে পারে। জলোচ্ছ্বাসের সতর্কতা রয়েছে ২৪ পরগনার নিচু এলাকার জন্যও ।

বাংলা সহ একাধিক রাজ্যে বৃষ্টির সতর্কতা জারি

বাংলা সহ একাধিক রাজ্যে বৃষ্টির সতর্কতা জারি

পশ্চিমবঙ্গ ও সিকিমের জন্য ইতিমধ্যেই মৌসম ভবন বৃষ্টির সতর্কতা জারি করে দিয়েছে। মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় জারি হয়ে গিয়েছে প্রবল বৃষ্টির সতর্কতা। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

ভারী থেকে অতিভারী বর্ষণ শুরু হচ্ছে!

ভারী থেকে অতিভারী বর্ষণ শুরু হচ্ছে!

এছাড়াও ভারী থেকে প্রবল ভারী বর্ষণের সতর্কতা রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, ২৪ পরগনায়। বীরভূমেও রয়েছে প্রবল ভারী বর্ষণের পূর্বাভাস। নদিয়া, মুর্শিদাবাদ, দার্জিলিং, জেলায় ২৬ মে প্রবল বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আইএমডি।

 ২৭ মে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?

২৭ মে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?

আইএমডির রিপোর্ট বলছে, ২৭ মে মালদা, দার্জিলিং, দিনাজপুরে প্রবল বর্ষণের সতর্কতা রয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি, সিকিম, , বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান এবং মুর্শিদাবাদে ওই দিন ভারী বর্ষণে আগাম পূর্বাভাস রয়েছে।

 রেড অ্যালার্টে ৪ জেলা

রেড অ্যালার্টে ৪ জেলা

এদিকে ইয়াসে তাণ্ডবের জেরে ওড়িশার চার জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট। আজ থেকেই প্রবল বর্ষণের আশঙ্কাপুরী, জগৎসিংহপুর,খুরদা, কটক, কেন্দ্রপাড়া, জয়পুর, ভদ্রক, বালাসোরে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। কেওঞ্ঝোরেও প্রবল বর্ষণের সতর্কতা রয়েছে।

বালাসোরের ওপর দিয়ে ১৮০ কিমি গতিতে ঝড়

বালাসোরের ওপর দিয়ে ১৮০ কিমি গতিতে ঝড়

প্রসঙ্গত, সাইক্লোন ইয়াসের জেরে বালাসোরের ওপর দিয়ে ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন ভুবনেশব্র আইএমডির তরফে একথা জানানো হয়েছে। সবচেয়ে বেশি ভয়াবহ পরিস্থিতির সতর্কতা বার্তা পাঠানো হয়েছে ধামরা ও পারাদ্বীপ বন্দরে।

English summary
Cyclone Yaas latest update, IMD issues Fresh Rain Alert for West Bengal And Odisha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X