For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তর ভারত আজও বর্ষার অপেক্ষায় দিন গুনছে, কেন বিলম্ব পূর্বাভাসে জানাল আবহাওয়া দফতর

উত্তর ভারতের কিছু অংশে এখনও প্রবেশ করেনি বর্ষা। বর্ষার জন্য এখনও অপেক্ষায় রয়েছে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ। আইএমডি জানিয়েছে, এই সপ্তাহে দিল্লি এবং রাজস্থান, হরিয়ানা এবং পাঞ্জাবের কিছু অংশে অগ্রগতি হবে বর্ষার।

Google Oneindia Bengali News

উত্তর ভারতের কিছু অংশে এখনও প্রবেশ করেনি বর্ষা। বর্ষার জন্য এখনও অপেক্ষায় রয়েছে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ। আইএমডি জানিয়েছে, এই সপ্তাহে দিল্লি এবং রাজস্থান, হরিয়ানা এবং পাঞ্জাবের কিছু অংশে অগ্রগতি হবে বর্ষার। আইএমডির পূর্বাভাস, বর্ষা এখনও পর্যন্ত রাজস্থান, দিল্লি, হরিয়ানা এবং পাঞ্জাবের কিছু অংশ বাদে গোটা দেশেই প্রবেশ করছে।

বিলম্বের কারণ কী, পূর্বাভাস আইএমডি'র

বিলম্বের কারণ কী, পূর্বাভাস আইএমডি'র

ম্যাডডেন-জুলিয়ান অসিলিশন বা এমজেও গ্রীষ্মমন্ডলীয় পরিবেশে আন্তঃমৌসুমী পরিবর্তনশীলতার অন্যতম প্রভাবশালী পদ্ধতি। এর অবস্থান এবং প্রশস্ততার উপর নির্ভর করে বর্ষার প্রসার। এমজেওর প্রশস্ততা উত্তর ভারত মহাসাগরের উপর দিয়ে। আগামী সপ্তাহে এই অঞ্চলে বৃষ্টিপাত আনতে অনুকূল নয়। উত্তর ভারত মহাসাগরের উপর নিম্নচাপের প্রভাবও বিলম্বিতের কারণ।

উত্তর-ভারতজুড়ে আবহাওয়ার গতিবিধি

উত্তর-ভারতজুড়ে আবহাওয়ার গতিবিধি

আইএমডির পূর্বাভাস, ৩০ জুন অবধি আবহাওয়ার বিশ্লেষণ ইঙ্গিত দেয়, মধ্য-অক্ষাংশের পশ্চিমা বাতাস আগামী সপ্তাহে উত্তর ভারতে আধিপত্য বিস্তার করবে। বর্ষার আরও অগ্রগতি হবে। রাজস্থানের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হবে। তবে এই অবস্থাগুলি মধ্য ও উত্তর-পশ্চিম ভারতে স্বাভাবিক বৃষ্টিপাত আনতে অনুকূল নয়।

আরব সাগরের উপর দিয়ে নিরক্ষীয় প্রবাহ

আরব সাগরের উপর দিয়ে নিরক্ষীয় প্রবাহ

আরব সাগরের পূর্ব এবং কেন্দ্রীয় অংশের উপর বাতাস দুর্বল হয়ে পড়েছে এবং বর্তমানে পশ্চিম উপকূল থেকে প্রায় ১০ থেকে ২০ নট দূরে। এই জাতীয় দুর্বল বায়ু পরের সাত দিন ধরে বিরাজ করবে। ফলে বর্ষার উত্তর ভারতের পূর্ণ অংশে বিরাজ করতে বিলম্বিত হবে।

নিম্নচাপ সিস্টেম

নিম্নচাপ সিস্টেম

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশে বর্ষা ছেয়েছে দেশজুড়ে। কিন্তু উত্তর ভারতের কিছু অংশ তা বিলম্বিত লয়ে এগোচ্ছে। এদিকে বঙ্গোপসাগর উত্তরে ৩০ জুন পর্যন্ত নিম্নচাপ সিস্টেম গঠনের সম্ভাবনা খুব কম। ফলে ভারতের উত্তরে বায়ুর গতিবিধি দুর্বল হয়ে রয়েছে। মৌসুমী বায়ুকে সক্রিয় করে তোলার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে না।

পূর্বাভাস এবং সতর্কতা

পূর্বাভাস এবং সতর্কতা

হিমালয়ের পশ্চিমাঞ্চল এবং উত্তর-পশ্চিম ভারতের পার্শ্ববর্তী সমভূমিতে আগামী পাঁচ দিনের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বিচ্ছিন্নভাবে। আগামী পাঁচ দিনের মধ্যে ওড়িশা, পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও বিহারেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে ২৩ জুন বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাত হবে। সাব হিমালয়ান, পশ্চিমবঙ্গ এবং সিকিমে ২৫ জুন পর্যন্ত বৃষ্টি হবে।

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু শক্তিশালী হলে

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু শক্তিশালী হলে

এই বৃষ্টিপাতের ফলে আর্দ্রতা যদি দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুকে শক্তিশালী করে, তবে উত্তর-পূর্ব ভারতে আগামী সাত দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। পরের সপ্তাহে ভারতের পশ্চিম-মধ্য ও দক্ষিণাঞ্চলে বর্ষাকালীন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান আবহবিদরা।

English summary
IMD forecasts weather about monsoon delayed and slow progress in North India. Why monsoon’s progress is slow explains weather experts.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X