For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাপ বাড়াচ্ছে কেন্দ্রীয় দল! করোনা নিয়ে রাজ্যে পরবর্তী সূচি তৈরির আগে মুখ্যসচিবকে প্রশ্নবাণ

করোনা নিয়ে রাজ্য পরিদর্শনে আসা কেন্দ্রীয় দল পরবর্তী সূচি তৈরির করার আগে বেশ কিছু তথ্য জানতে চেয়ে চিঠি দিল মুখ্যসচিবকে। কেন্দ্রীয় দলের প্রধান অপূর্ব চন্দ্র এই চিঠি দিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

করোনা নিয়ে রাজ্য পরিদর্শনে আসা কেন্দ্রীয় দল পরবর্তী সূচি তৈরির করার আগে বেশ কিছু তথ্য জানতে চেয়ে চিঠি দিল মুখ্যসচিবকে। কেন্দ্রীয় দলের প্রধান অপূর্ব চন্দ্র এই চিঠি দিয়েছেন। মুখ্যসচিবকে যে চিঠি দেওয়া হয়েছে, তাতে করা প্রশ্নগুলির মধ্যে রয়েছে কোন নির্দেশের ভিত্তিতে করোনায় মৃত ঘোষণার জন্য কমিটি তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার।

পরবর্তী কর্মসূচি ঠিক করার আগে মুখ্যসচিবকে চিঠি

পরবর্তী কর্মসূচি ঠিক করার আগে মুখ্যসচিবকে চিঠি

মঙ্গলবারের পর বুধবারও কলকাতার বেশ কিছু এলাকায় গিয়েছে কেন্দ্রীয় সদল। এরপর কেন্দ্রীয় দলের তরফে হটস্পট চিহ্নিত এলাকায় যাওয়ার কথা রয়েছে। এব্যাপারে নির্দিষ্ট তালিকাও দেওয়া হয়েছে। তাঁরা যেতে চান কোবিড সেন্টারগুলিতেও। বাজার ও হাসপাতালগুলির পরিস্থিতি কী তাও পর্যবেক্ষণ করতে চান তাঁরা। স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চান তারা। তবে চিঠিতে উত্তর দেওয়ার কোনও সময়সীমা দেওয়া হয়নি।

মুখ্যসচিবকে প্রশ্নবাণ

মুখ্যসচিবকে প্রশ্নবাণ

  • কেন্দ্রীয় দলের পাঠানো চিঠি যেন প্রশ্নবাণ। পশ্চিমবঙ্গে করোনায় মৃতের সংখ্যা লুকনোর অভিযোগ প্রথম তুলেছিলেন বামেরা। বিজেপিও এই অভিযোগ তোলে। এখনও তারা সেই দাবিতে অনড়। অন্য দিকে রাজ্য সরকার কারও মৃত্যু করোনায় হল কিনা তা নিয়ে একটি কমিটি তৈরি করেছে। কেন্দ্রীয় দলের প্রশ্ন কোনও নির্দেশের প্রেক্ষিতে করোনায় মত ঘোষণার জন্য কমিটি তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার।
  • এছাড়াও অন্য প্রশ্নগুলির মধ্যে রয়েছে কতজনের কোভিড ১৯ পরীক্ষা করা হয়েছে, কোন গাইডলাইন মেনে রাজ্য করোনা পরীক্ষা করছে
  • কতগুলি পরীক্ষাগারে দিনে কতগুলি করে পরীক্ষা করা হয়েছে, পরীক্ষাগারগুলির দিনে পরীক্ষার ক্ষমতা কত, তাদের পূর্ণ মাত্রায় ব্যবহার করা হচ্ছে কিনা।
  • রাজ্যে কোভিড হাসপাতালগুলিতে কতগুলি বেড রয়েছে, তার মধ্যে কতগুলির আইসিইউ, ভেন্টিলেটর রয়েছে
  • সার্ভিল্যান্স টিম প্রতিদিন কত বাড়িতে যাচ্ছে, কতজনকে স্ক্রিনিং করছে
  • কীকী ধরনের সাহায্য কেন্দ্রের কাছে চাওয়া হচ্ছে, তাও জানতে চাওয়া হয়েছে
চাওয়া হয়েছে পিপিই-র সুরক্ষা

চাওয়া হয়েছে পিপিই-র সুরক্ষা

কেন্দ্রীয় দল কোভিড কেন্দ্রগুলিতেও যেতে চায়। তাই সেখানে যাওয়ার জন্য যা যা প্রয়োজন, পিপিই-সহ সুরক্ষার জন্য যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা চাওয়া হয়েছে।

বাকি রাজ্যগুলিতে ওঠেনি কোনও প্রশ্ন

বাকি রাজ্যগুলিতে ওঠেনি কোনও প্রশ্ন

পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় দলের কাজ নিয়ে প্রশ্ন তুললেও বাকি যে রাজ্যগুলিতে কেন্দ্রীয় দল গিয়েছে, তারা তা নিয়ে কোনও প্রশ্ন তোলেনি। পাল্টা কেন্দ্রীয় দলের তরফ থেকেও কোনও প্রশ্ন তোলা হয়নি সহযোগিতা নিয়ে।

English summary
IMCT team leader writes a letter regarding assessment to contain #COVID19 to West Bengal CS
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X