কাটোয়ায় মদের ঠেক তুলতে গিয়ে আক্রান্ত ওসি-সহ ৩ পুলিশ, রাস্তায় ফেলে বেধড়ক মার
মদের ঠেক তুলতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। পুলিশ ফাঁড়ির ওসিকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। আক্রান্ত হন আরও দুই পুলিশকর্মী। রবিবার রাতে পূর্ব বর্ধমানের কাটোয়া থানার দাঁইহাটে এই ঘটনা ঘটে। অচৈতন্য অবস্থায় দাঁইহাট পুলিশ ফাঁড়ির ওসিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
রবিবার রাতে দাঁইহাট পুলিশ ফাঁড়ির ওসি কৃষ্ণচন্দ্র বিশ্বাস পুলিশ কর্মীদের নিয়ে রাজোয়ার পাড়ায় মদের ঠেক তুলতে যান। মদের ঠেকের বিরুদ্ধে এই অভিযানে নেমে তিনি কয়েকজন মদ্যপ যুবককে আটক করেন। ফেরার পথে আক্রান্ত হন তিনি।

আটক যুবকদের পুলিশের হাত থেকে ছিনিয়ে নিতে আক্রমণ করে সঙ্গীরা। ওসিকে ধরে প্রবল মারধর করা হয়। রাস্তায় ফেলে বাঁশ-লাঠি দিয়ে প্রহার করা হয়। ঘটনাস্থলেই জ্ঞান হারান ওসি।
এই অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায় মদ্যপরা। ওসিকে রক্ষা করতে গিয়ে আক্রান্ত হন আরও দুই পুলিশ কর্মী। তাঁরাও গুরুতর জখম। তাঁদেরও প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। ওসিকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে। সেখানে তাঁর মাথায় পাঁচটি সেলাই পড়েছে। তারপর রাতেই তাঁকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।