For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বঙ্গে রাজনৈতিক দলগুলির জন্য ৪০ কোটির 'ইলেক্টোরাল বন্ড'-এর অনুমোদন দিল আইএফবি অ্যাগ্রো

বঙ্গে রাজনৈতিক দলগুলির জন্য ৪০ কোটির 'ইলেক্টোরাল বন্ড'-এর অনুমোদন দিল আইএফবি অ্যাগ্রো

  • |
Google Oneindia Bengali News

আইএফবি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০২২-২৩ আর্থ বর্ষে ৪০ কোটি টাকার 'নির্বাচনী বন্ড'-এর সদস্যতার মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে অনুদান অনুমোদন করেছে। কোম্পানির তরফে শুক্রবার স্টক এক্সচেঞ্জকে এই বিষয়টি জানানো হয়েছে।

বঙ্গে রাজনৈতিক দলগুলির জন্য ৪০ কোটির ইলেক্টোরাল বন্ড-এর অনুমোদন দিল আইএফবি অ্যাগ্রো

প্রসঙ্গত নির্বাচনী বন্ডগুলি এমন একটি যন্ত্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল যা রাজনৈতিক দলগুলিকে বেনামে অর্থ দান করার জন্য ব্যবহার করা যায়৷ কর্পোরেট হাউসগুলি সাধারণত ট্রাস্টের মাধ্যমে এই বন্ডগুলি ক্রয় করে। শুক্রবার আইএফবি অ্যাগ্রো অ্যাগ্রোর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার রাহুল চৌধুরীর সই করা এক্সচেঞ্জ ফাইলিংয়ে কোম্পানিটি জানিয়েছে যে, পশ্চিমবঙ্গে তারা আবগারি সংক্রান্ত সমস্যাগুলির সম্মুখীন হয়েছে৷ এবং সেই বিষয়ে জানানোর চেষ্টা করছে৷

আইএফবি অ্যাগ্রো ডিসেম্বরে শেষ তিনমাসে ৮.৫৯ কোটি টাকার নিট মুনাফা করেছে, ২৬জুন, ২০২০-তে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার নূরপুরে তাদের ডিস্টিলারিতে আক্রমণের বিষয়ে আরও একটি এক্সচেঞ্জ ফাইল করেছে সংস্থাটি। যেখানে তারা জানিয়েছে ১৫০ সশস্ত্র গুন্ডা বিভিন্ন ধরনের অস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক কারখানায় ঢুকে নিরাপত্তারক্ষীদের মারধর করে এবং কার্যত তাদের কর্মচারী/শ্রমিকদের পণবন্দি করে রাখে। দুষ্কৃতীরা কারখানার ভিতরের সিসিটিভি ক্যামেরা, কম্পিউটার, মেডিকেল রুম ইত্যাদিও ক্ষতিগ্রস্থ করেছে বলে ফাইলিংয়ে জানিয়েছে কোম্পানিটি।

সংস্থার পক্ষ থেকে আরও বলা হয়েছে তারা এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর কাছ থেকে সাহায্য চেয়েছে। এবং তারা ওউ প্ল্যান্টটি পুনরায় চালু করার আগে আরও ভালো ও সুস্থ পরিবেশের জন্য অপেক্ষা করছে৷ যদিও সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে সেই বছরের পরে ২২ ডিসেম্বর, স্থানীয় পুলিশ সুরক্ষা প্রদানের পর ২ জুলাই ২০২০ তে ইউনিটটি খোলা হয়েছিল তবে এখনও পর্যন্ত ওই ঘটনায় কোনও অপরাধীকে গ্রেফতার করা হয়নি৷

বঙ্গে রাজনৈতিক দলগুলির জন্য ৪০ কোটির ইলেক্টোরাল বন্ড-এর অনুমোদন দিল আইএফবি অ্যাগ্রো

কোম্পানির পক্ষ থেকে আরও জানানো হয়েছে রাজ্যে তাদের অ্যালকোহল ব্যবসাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ সংস্থাটি ইতিমধ্যেই একাধিক হুমকি পেয়েছে এবং সংস্থার দাবি তাদের কিছু কর্মকর্তারা বেআইনি দাবির কাছে নতি স্বীকার করেনি তাই সমস্যা বেড়েছে৷ এই বিষয়টির উল্লেখ করেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রীর কাছ তদন্তের দাবি করেছে সংস্থাটি৷

রাতের আকাশে মোহময়ী আলোক-ছটা, উল্কাপাত নাকি চিনা রকেট! জল্পনা তুঙ্গেরাতের আকাশে মোহময়ী আলোক-ছটা, উল্কাপাত নাকি চিনা রকেট! জল্পনা তুঙ্গে

আইএফবি এগ্রোর দাবি যে তাদের তৈরি জনপ্রিয় দেশি মদ 'ক্যাপ্টেন'-এর উৎপাদন ও বিক্রির উপর চাপ তৈরি করতে সংস্থার ডানকুনি প্ল্যান্টটি ৯ দিনের জন্য বন্ধ করা হয়েছিল৷ যা শেষ পর্যন্ত ভিত্তিহীন বলে প্রমানিত হয়েছিল৷ এমনকি বিভিন্ন জেলায় খুচরা বিক্রেতাদের উপর এই কোম্পানির পণ্য উত্তোলনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল বলেও এগ্রোর অভিযোগ৷

English summary
IFB Agro approves Rs 40 crore 'electoral bond' for political parties in Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X