For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুটো মার খেলে পাল্টা একটা দেবেনই! সবক শেখানোর বার্তা মমতার দলের প্রাক্তন এই নেত্রীর

জলপাইগুড়িতে জেলা তৃণমূল কংগ্রেসের তফশিলি জাতি-উপজাতি সেলের সভানেত্রী যূথিকা রায় বসুনিয়াও নির্দল হিসেবে ভোটে দাঁড়াতে অনড়।

  • |
Google Oneindia Bengali News

সিঙ্গুরের তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিকই শুধু নন, জলপাইগুড়িতে জেলা তৃণমূল কংগ্রেসের তফশিলি জাতি-উপজাতি সেলের সভানেত্রী যূথিকা রায় বসুনিয়াও নির্দল হিসেবে ভোটে দাঁড়াতে অনড়। জেলা পরিষদের ৮ নম্বর আসন থেকে মনোনয়ন জমা দেওয়ার পাশাপাশি দল ছাড়াও কথাও জানিয়ে দিয়েছেন তিনি। তবে এর জন্য তৃণমূল যদি দুটো মারে, তার বদলা তিনি একটা মার দেবেনই। বলেছেন ওই নেত্রী।

দুটো মার খেলে পাল্টা একটা দেবেনই! সবক শেখানোর বার্তা মমতার দলের জেলার প্রাক্তন নেত্রীর

যূথিকা রায় বসুনিয়ার অভিযোগ, দলের তরফে তাঁর নাম প্রার্থী হিসেবে থাকলেও, জেলার সভাপতি সৌরভ চক্রবর্তী এবং সহ সভাপতি দুলাল দেবনাথ প্রার্থী তালিকায় বদল করেছেন। যাঁকে প্রার্থী করা হয়েছে, তিনি কোনও দিন বলের পতাকাই ধরেননি বলে দাবি করেছেন যূথিকা। তাঁর দাবি, রাজ্য নেতৃত্ব বলায় তিনি মনোনয়ন জমা করেছিলেন।

সৌরভ চক্রবর্তীর বিরুদ্ধে যূথিকা রায় বসুনিয়ার অভিযোগ, তিনি নিজের এলাকাই সামলাতে পারেন না। তিনি জলপাইগুড়ি কী করে সামলাবেন, সেই প্রশ্ন তুলেছেন যূথিকা। নিয়মিত তাঁকে এলাকায় দেখা যায় না বলে অভিযোগ করেছেন যূথিকা।

যূথিকা রায় বসুনিয়া ক্ষোভের সঙ্গে বলেছেন, ১৯৯৮ থেকে তৃণমূল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে। এক সময় সিপিএম-এর হাতে মার খেয়েছেন। কিন্তু সৌরভ চক্রবর্তীর নেতৃত্বে দল পিছনে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ওই নেত্রী। যদিও এবিষয়ে সৌরভ চক্রবর্তীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

English summary
If TMC attacks her twice, then she will hit at least once, tells ex TMC leader
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X