For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারদার সঙ্গে যোগাযোগ প্রমাণ হলে মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেবেন মমতা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মমতা
কলকাতা, ১৯ নভেম্বর: সারদা-কাণ্ডে তিনি যুক্ত, এটা প্রমাণ হলে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন তিনি।

সারদা-কাণ্ড ক্রমশ ফাঁস হয়ে চেপে বসছে তৃণমূল কংগ্রেসের ওপর। নেতা-মন্ত্রী-সাংসদ, কেউই বাদ যাচ্ছেন না সিবিআইয়ের নজরদারি থেকে। এর আগে রাজ্যসভার সাংসদ সৃঞ্জয় বসু, বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রমুখকে ডেকে জেরা করেছে সিবিআই। আবার আগামী শুক্রবার সৃঞ্জয় বসুর পাশাপাশি মদন মিত্রকেও ডেকে পাঠিয়েছে তারা। এতে স্বাভাবিকভাবে চাপ বেড়েছে মমতার ওপর। তাই তিনি পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটলেন বলে মনে করা হচ্ছে।

একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, "কে বলল সারদায় আমি যুক্ত? শুধু অভিযোগ করলেই হবে? আপনাদের প্রমাণ করতে হবে। যদি প্রমাণ হয় যে, আমি সারদা-কাণ্ডে যুক্ত, তা হলে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেব।"

"চোরের মায়ের বড় গলা", কটাক্ষ করলেন অধীর চৌধুরী

সত্যিই আপনি ইস্তফা দেবেন না কথার কথা? দৃশ্যত ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "হ্যাঁ। আমি তো বারবার বলেছি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ৩৪ বছর ধরে বাম জমানায় এ সব হয়েছে। আমরা তো একজনকে গ্রেফতার করেছি। পাঁচ লক্ষ মানুষের টাকাও ফেরত গিয়েছি। আমাদের বিরুদ্ধে বাজে অভিযোগ আনা হচ্ছে, অপপ্রচার হচ্ছে।"

আরও পড়ুন: সারদা কাণ্ডে মদন মিত্রকে তলব করল সিবিআই, অস্বস্তিতে তৃণমূল

প্রসঙ্গত, তাঁর দলেরই একদা দুই পরিচিত মুখ কুণাল ঘোষ ও আসিফ খান এর আগে মমতার দিকে আঙুল তুলেছেন। কুণালবাবু বলেছেন, "সারদা মিডিয়ার প্রত্যক্ষ ও পরোক্ষ সুবিধা যদি কেউ সবচেয়ে বেশি পেয়ে থাকেন, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।" আসিফ খান বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় হলেন ডাকাতরাণী। উনি সবই জানেন।"

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "আগামী দিনে তৃণমূলের আরও লোকজনকে ডাকবে সিবিআই। কই, আমাদের তো ডাকছে না? ওদেরই কেন ডাক পড়ছে? চোরের মায়ের বড় গলা।"

English summary
If found guilty in Saradha Case, I would resign from CM post, says angry Mamata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X