For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নদিয়ায় প্রচারে ফের মতুয়া তাস শাহের, নাগরিকত্ব প্রদানে প্রধান বাধা তৃণমূলই, আক্রমণাত্মক অমিত

নদিয়ায় প্রচারে ফের মতুয়া তাস শাহের, নাগরিকত্ব প্রদানে প্রধান বাধা তৃণমূলই, আক্রমণাত্মক অমিত

Google Oneindia Bengali News

আগামিকাল পঞ্চম দফার ভোট রাজ্যে। উত্তর ২৪ পরগনার বনগাঁ, বারাসতেও হবে ভোট। তারমধ্যেই নদিয়ায় প্রচারে গিয়ে ফের মতুয়া তাস খেললেন বিজেপি নেতা অমিত শাহ। তিনি বলেছেন বাংলায় বিজেপি সরকার গড়লে মতুয়ারা নাগরিকত্ব পাবে। কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলে সেটা কোনওদিনই তাঁরা পাবেন না। এদিকে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার সভা থেকে হুঙ্কার দিয়েছেন যাঁরা নাগরিক তাঁদের নাগরিকত্ব দেওয়ার কথা বলে ভাঁওতা দিচ্ছেন অমিত শাহরা।

রাজ্যে পঞ্চম দফার ভোট

রাজ্যে পঞ্চম দফার ভোট

আগামিকাল রাজ্যে পঞ্চম দফার ভোট। ৬ জেলায় ৪৫ আসনে হবে ভোট গ্রহন। নদিয়ার একাংশেও ভোট রয়েছে আগামিকাল। করোনা পরিস্থিতি মধ্যে ভোট করতে সতর্ক কমিশন। বুথে বুথে কড়া কোভিড বিধি মেনে কাজ করার কথা বলেেছন তাঁরা। ভোট কর্মী থেকে রাজনৈতিক দলের নেতা কর্মী সকলেই এই নিয়ে সচেতন থাকতে বলা হয়েছে। মাস্ক ছাড়া ভোট কেন্দ্রে প্রবেশ করা যাবে না বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। গত দফা গুলিতে এই নির্দেশিকা জারি থাকলেও সেটা মানা হচ্ছিল না। এই দফা থেকে তাই নিয়ে আরও কড়াকড়ি করা হবে বলে জানিেছ কমিশন।

প্রচারে শাহ

প্রচারে শাহ

পঞ্চম দফা ভোটের আগের দিনই নদিয়ায় প্রচারে গিয়ে মতুয়াদের ঢালাও প্রতিশ্রুতি দিলেন বিজেপি নেতা অমিত শাহ। তিনি বলেছেন বিজেপি বাংলায় সরকার গড়লে মতুয়ারা নাগরিকত্ব পাবে। তৃণমূল কংগ্রেস থাকলে তাঁরা কোনওদিনই দেশের নাগরিকত্ব পাবেন না। এর আগে ঠাকুরনগরের সভা থেকেও মতুয়াদের নাগরিকত্ব দানের প্রতিশ্রুতি দিয়েছিলেন অমিত শাহ। প্রসঙ্গত উল্লখ্য ষষ্ঠদফার ভোটের প্রচারে অমিত শাহ এই প্রতিশ্রুতি দিলেও আগামিকাল কিন্তু মতুয়া অধ্যুষিত একাধিক জায়গায় ভোট রয়েছে।

তৃণমূলের অভিযোগ

তৃণমূলের অভিযোগ

পঞ্চম দফার ভোটে মতুয়া অধ্যুষিত এলাকায় ভোট রয়েছে জেনেও অমিত শাহ নদিয়ায় প্রচার থেকে নাগরিকত্ব প্রদানের কথা বলেছেন। ভোটারদের প্রভাবিত করতেই তিনি নাগরিকত্ব প্রসঙ্গে কথা বলেছেন বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। মতুয়া ভোট ব্যাঙ্ককে টার্গেট করেই ভোটের আগেদির প্রচারে গিয়ে মতুয়াদে প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ এমনই দাবি করেছে তৃণমূল কংগ্রেস।

পিকের অডিও টেপ

পিকের অডিও টেপ

চতুর্থ দফার ভোটের দিন অমিত মালব্য প্রশান্ত কিশোরের একটি অডিও টেপ প্রকাশ্যে অনেছিলেন। তাতে তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে বলতে শোনা গিয়েছিল বাংলায় ভোটের মেরুকরণ হয়েছে। মতুয়া এবং তপশিলি জাতীর ভোটাররা বিজেপিকে বেছে নিয়েছে। তারপরেই শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। মতুয়া ভোট ব্যাঙ্ককে টার্গেট করেই প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশ সফরে গিয়ে হরিচাঁদ ঠাকুরের জন্ম ভিঁটেতে গিয়েছিলেন শান্তনু ঠাকুরকে সঙ্গে নিয়ে।

English summary
If BJP government form in Bengal CAA will be implemented Amit Shah says from Nadia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X