নবদ্বীপে শ্বাসরোধ করে গৃহবধূকে খুন! অভিযুক্ত স্বামী গ্রেফতার
নবদ্বীপে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম অনিমা সাহা। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মনিপুর রোডে একটি বাড়িতে ভাড়া থাকতেন রামানন্দ ও তার স্ত্রী অনিমা সাহা তাদের ন বছরের একটি কন্যা সন্তান ছিল। গতকাল সকাল থেকে অনিমা ও তার পরিবারের কোন সাড়া শব্দ না পাওয়ায় বাড়ির মালিক দরজা খুলে দেখেন ওই গৃহবধূ মেঝেতে পড়ে রয়েছেন। নবদ্বীপ থানার খবর দিলে পুলিশ এসে ওই গৃহবধূকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এর পরই এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগে দায়ের করা হয় নবদ্দীপ থানায়। ঘটনা তদন্তে নেমে স্বামী রামানন্দ সাহাকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করায় সে স্বীকার করে শ্বাসরোধ করে তার স্ত্রীকে সে খুন করেছে। পেশায় ভ্যানচালক রামানন্দ জানান টাকা-পয়সা অশান্তি অশান্তি প্রায় হত সেই কারণেই তার স্ত্রীকে খুন করেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। রামানন্দকে এদিন নবদ্বীপ আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।