করোনার হানা কালরাত্রিতে! স্বামী হাসপাতালে, বধূ হোম কোয়ারেন্টাইনে
করোনার হানা ফুলশয্যার দিন। যে কারণে সঙ্গে সঙ্গে স্বামীকে পাঠানো হয়েছে হাসপাতালে আর নব বধূকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে। ঘটনাটি এই রাজ্যের হাওড়া জেলার।

পরীক্ষা বিয়ের আগে, ফল ফুলশয্যার আগের দিন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিভিক ভলান্টিয়ার স্বামীর করোনা পরীক্ষা হয়েছিল বিয়ের আগে। কিন্তু রিপোর্ট আসে ফুলশয্যার আগের দিন। সঙ্গে সঙ্গে যুবককে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। আর নববধূ-সহ বাকিদের পাঠিয়ে দেওয়া হয় হোম কোয়ারেন্টাইনে।

বিবাহ পর্বে ছেদ
হাওড়ার দাশনগর থানার অধীন বাগবাড়ার বাসিন্দা সিভিক ভলান্টিয়ার। পাত্রীর বাড়ি একই পাড়াতে। ভালবাসা করে বিয়ে। তবে কোনও বাড়ির মত ছিল না। ২৯ মে আর ৫ জন পুলিশ আধিকারিক ও সিভিক ভলান্টিয়ারের মতো ওই যুবকের লালারসের নমুনা নেওয়া হয়। রিপোর্ট আসে বুধবার রাতে। এই ঘটনায় বিবার পর্বে ছেদ পড়ে।

করোনা কাটায় আয়োজন বিফলে
নিয়ম নেমে বৃহস্পতিবার ফুলশয্যা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগের রাতেই যুবককে পাঠানো হয় হাসপাতালে। ফলে যুবকের বাড়িতে খাওয়াদাওয়ার আয়োজন তো বিফলে যায়ই, বাড়ির সবাইকে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়।

প্রত্যেক পরিযায়ীকে দেওয়া হোক ৫ হাজার করে! মুখ্যমন্ত্রী মমতার রাজনীতির বর্ণনা করলেন লকেট