For Quick Alerts
For Daily Alerts
বিরোধীদল থেকে শ'য়ে শ'য়ে তৃণমূলে যোগ
একদিকে যখন অমিত শাহের সভায় নিয়ে সরগরম কলকাতা, অন্যদিকে শক্তি বাড়িয়ে নিল তৃণমূল। বিরোধীদের দখলে থাকা এলাকায় শ'য়ে শ'য়ে এসইউসিআই কর্মী এদিন যোগ দিয়ছেন তৃণমূলে।

শাসক তৃণমূলের উদ্যোগে এদিন মইপীঠ থানা এলাকার বৈকুণ্ঠপুরে সভায় আয়োজন করা হয়েছিল। মূলত সিএএ বিরোধিতায় এই সভার আয়োজন করা হয়েছিল। এলাকার বিধানসভা সিপিএম-এর দখলে আর পঞ্চায়েত এসইউসিআই-এর দখলে।

তৃণমূলের মাটি আরও শক্ত করতে প্রশান্তের নয়া ক্যাম্পেন, ৭ হাজার গ্রামে পৌছবে তৃণমূল
সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা যুব তৃণমূল সভাপতি শওকত মোল্লা। এছাড়াও জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস এবং আইএনটিটিইউসি নেতা শক্তিপদ মণ্ডল। স্থানীয় অনেকেই বলছেন ২১-এর বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখেই এলাকায় শক্তি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস।