For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিনহাটায় উপনির্বাচনের আগে তৃণমূলে যোগদানের হিড়িক, বিজেপি ছাড়ল শ'য়ে শ'য়ে পরিবার

দিনহাটায় উপনির্বাচনের আগে তৃণমূলে যোগদানের হিড়িক, বিজেপি ছাড়ল শ'য়ে শ'য়ে পরিবার

  • |
Google Oneindia Bengali News

মাত্র ৫৭ ভোটে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়লাভ। তারপরেই দিনহাটার (Dinhata) বিধায়ক পদে ইস্তফা দিয়ে কেন্দ্রের মন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। সেই কেন্দ্রে ফের জয় ছিনিয়ে নিতে বাড়তি উদ্যোগ নিয়েছে বিজেপি (BJP)। তবে এরই মধ্যে বিজেপিতে বড় ভাঙন ধরাল তৃণমূল (Trinamool Congress)। দলত্যাগীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ।

বিজেপি ছেড়ে তৃণমূলে ২৬৩ টি পরিবার

বিজেপি ছেড়ে তৃণমূলে ২৬৩ টি পরিবার

উপনির্বাচনের মুখে নিচুতলায় দলবদলের বিড়ম্বনায় বিজেপি। গেরুয়া শিবিরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক চুকিয়ে তৃণমূলে যোগ কমপক্ষে ২৬৩ টি পরিবারের। দিনহাটা ২ নম্বর ব্লকের নয়ারহাট গোবরাছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার চাকলাটারি গ্রামে শনিবার এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। এঁদের সবাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন।

দল বদলকারীদের হাতে পতাকা প্রার্থীর

দল বদলকারীদের হাতে পতাকা প্রার্থীর

হয়ারহাট গোবরাছড়ায় দল বদলকারীদের হাতে পতাকা তুলে দেন দিনহাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা তৃণমূলের জেলা চেয়ারম্যান উদয়ন গুহ। দল বদলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতাজ বেগম। এছাড়াও ছিলেন কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা প্রাক্তন ব্লক সভাপতি মীর হুমায়ুন কবীর এবং আলতাব হোসেনের মতো স্থানীয় নেতারা।

বিধানসভা নির্বাচনের উল্টো স্রোত

বিধানসভা নির্বাচনের উল্টো স্রোত

গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার হিড়ির পড়ে গিয়েছিল। কিন্তু এখন তার উল্টো স্রোত। স্থানীয় নেতৃত্বের অনেকেই বলছেন পঞ্চায়েত প্রধান মমতাজ বেগম এবং মীর হুমায়ুন কবীরের সঙ্গে উদয়ন গুহর ঝামেলা মিটে যাওয়াতেও ফের বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছেন অনেকে। একটা সময়ে এই দুই নেতানেত্রীর সঙ্গে উদয়ন গুহের সম্পর্ক মোটেও ভাল ছিল না।

সম্প্রীতি বজায় রাখার আবেদেন

সম্প্রীতি বজায় রাখার আবেদেন

দলবদলের অনুষ্ঠানে উদয়ন গুহ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গোবরাছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান। তিনি বলেন, সীমান্তে বিএসএফ ভেদাভেদ করে আটক করে না বলেই মত প্রকাশ করেন তিনি। অন্যদিকে জেলা তৃণমূলের সভাপতি আগেই দাবি করেছেন, এই কেন্দ্রে তৃণমূল সার্টিফিটেক হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে।

বিজেপির দাবি

বিজেপির দাবি

দলবদল নিয়ে বিজেপি অবশ্য চিন্তিত নয়। তাদের দাবি, যদি সবাই ভোট দিতে পারে, তাহলে দেখা যাবে বিজেপিই জিতছে। ফলাফলেই তা প্রকাশ হয়ে পড়বে বলে দাবি করেছে গেরুয়া শিবির। দলের প্রার্থী অশোক মণ্ডল জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, ফল হবে ২০০৬ সালের মতো। প্রসঙ্গত ২০০৬ সালে তৃণমূল প্রার্থী হিসেবে অশোক মণ্ডল ফরওয়ার্ড ব্লকের উদয়ন গুহকে হারিয়েছিলেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Hundreds of families of Dinhata joins TMC in presence of TMC candidate Udayan Guha before by elections there
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X