For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনলাইনেই মিলবে উচ্চ মাধ্যমিকের রেপ্লিকা মার্কশিট, পরে হাতে মিলবে অরিজিনাল

অনলাইনেই মিলবে উচ্চ মাধ্যমিকের রেপ্লিকা মার্কশিট, পরে হাতে মিলবে অরিজিনাল

Google Oneindia Bengali News

রেজাল্টের দিনই হাতে মিলবে না মার্কশিট। করোনা সংক্রমণের আশঙ্কায় স্কুলে স্কুলেও দেওয়া হয়নি মার্কশিট। অনলাইনেই তাঁরা পাবেন রেপ্লিকা মার্কশিট। সেটার প্রিন্ট আউট বের করে নিয়ে কলেজে আবেদন জানাতে পারবেন ছাত্রছাত্রীরা। অরিজিনাল মার্কশিট সার্টিফিকেট মিলবে ৩১ জুলাই সুনির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে।

রেপ্লিকা মার্কশিট

রেপ্লিকা মার্কশিট

এবছরই প্রথম উদ্যোগ নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। করোনা সংক্রমণের কারণে মার্কশিট দিতে দেরি হওয়ায় অনলাইনেই অবিকল অরিজিনাল মার্কশিটের মতোই রেপ্লিকা মার্কশিট পেয়ে যাবেন ছাত্রছাত্রীরা। কম্পিউটার প্রিন্ট আউট বের করে নিলেই হল।

মার্কশিট দেওয়া হবে ৩১ জুলাই

মার্কশিট দেওয়া হবে ৩১ জুলাই

উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা মার্কশিট হাতে পাবেন ৩১ জুলাই। সংসদ মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়ার জন্য কতগুলি ক্যাম্প অফিস খুলছে। গোটা রাজ্যে প্রায় ৫২টি ক্যাম্প অফিস খোলা হবে। সেখান থেকেই মার্কশিট পেয়ে যাবেন ছাত্রছাত্রীরা। অভিভাবকরাও সংগ্রহ করতে পারবেন।

রেকর্ড নম্বর উচ্চ মাধ্যমিক

রেকর্ড নম্বর উচ্চ মাধ্যমিক

করোনা সংক্রমণের জন্য এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ করা যায়নি। ২১ মার্চের পরেই বন্ধ করে দিতে হয়েছিল পরীক্ষা। তারপরে সংক্রমণ বেড়ে চলায় বাতিল করে দিতে হয় পরীক্ষা। তারপরে তিনটি পরীক্ষার সর্বোচ্চ নম্বরের ভিত্তিতেই রেজাল্ট তৈরি করা হয়েছে। সেকারণে মেধা তালিকা প্রকাশ করা হয়নি। তবে এবার ৫০০-র মধ্যে ৪৯৯ নম্বর পর্যন্ত উঠেছে এখনও পর্যন্ত যা রেকর্ড বলে জানানো হয়েছে।

৩১ অগাস্টের মধ্যে রিভিউ এবং স্ক্রুিটনি

৩১ অগাস্টের মধ্যে রিভিউ এবং স্ক্রুিটনি

৩১ অগাস্টের মধ্যে রিভিউ এবং স্ক্রুিটনির আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা। এবার খরচও কমিয়ে দেওয়া হয়েছে স্ক্রুটিনির খরচ ৬০ টাকা থেকে কমিয়ে ৬৫০ টাকা করা হয়েছে। আর রিভিউ-র খরচ ১০০ টাকা থেকে কমিয়ে ৭৫ টাকা করা হয়েছে। অনলাইনে আবেদন জানাতে হবে ছাত্রছাত্রীদের।

করোনার আবহে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সার্ভার-বিভ্রাটে অনলাইনে দেখা যাচ্ছে না রেজাল্টকরোনার আবহে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সার্ভার-বিভ্রাটে অনলাইনে দেখা যাচ্ছে না রেজাল্ট

English summary
HS pass students get replica marksheet in Board website
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X