For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়িতে বসে অনলাইনেই মিলবে মদ, কোন সরকারি ওয়েবসাইটে দেবেন অর্ডার?

Google Oneindia Bengali News

অনলাইনে মদ বিক্রিতে সায় দিয়েছে রাজ্য। চলতি সপ্তাহ থেকেই ঘরে বসে অনালাইনে মিলবে মদ। কিন্তু কীভাবে পাবেন অনলাইনে মদ? আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই ব্যবস্থায় মদ পেতে আপনাকে বেশ কয়েকটি পদক্ষেপ করতে হবে । পূরণ করতে হবে একটি ফর্ম। প্রথমেই আপনাকে যেতে হবে রাজ্যের আবগারি দপ্তরের ওয়েবসাইট excise.wb.gov.in-এ।

কী ভাবে অনলাইনে মদের অর্ডার?

কী ভাবে অনলাইনে মদের অর্ডার?

সেখানেই রয়েছে ই-বেভকো নামের একটি ট্যাব। সেখানে ক্লিক করলে রিটেল সংক্রান্ত আর একটি ট্যাব মিলবে সেখানে ক্লিক করে নিজের পরিচয় হিসেবে প্রথমেই জানাতে হবে আপনি অনলাইনে মদ কিনতে ইচ্ছুক। এরপর নিজের নাম, বয়স, মোবাইল নম্বর ও ইমেল আইডি লিখে ফর্ম পূরণ করতে হবে। তখন আপনার মোবাইল নম্বরে আসবে একটি ওটিপি। তারপর তা ব্যবহার করে কিনতে পারবেন অনলাইনে মদ।

মোবাইলেই জানিয়ে দিতে হবে আপনার ঠিকানা

মোবাইলেই জানিয়ে দিতে হবে আপনার ঠিকানা

ফর্ম পূরণের ক্ষেত্রে আপনাকে মোবাইলেই জানিয়ে দিতে হবে আপনার ঠিকানার ভৌগোলিক অবস্থান। আবগারি বিভাগের কর্তারা বলেন, 'আমরা ইতিমধ্যেই বিভিন্ন দোকানগুলিকে এই সাইটের অধীনে রেজিস্ট্রেশন করানোর কাজ শুরু করেছি। তা সম্পন্ন হলে যে কেউ সাইটে ঢুকে কাছাকাছি দোকান থেকে মদের হোম ডেলিভারির জন্য অর্ডার দিতে পারবেন।'

আবগারি বিভাগের বক্তব্য

আবগারি বিভাগের বক্তব্য

আবগারি বিভাগের কর্তারা আরও বলেন, 'ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সরকারি দরেই মদ পৌঁছে দেবেন বিক্রেতারা । আগামীতে অনলাইন পেমেন্টের মাধ্যমেও মদের অর্ডার দেওয়া যাবে ওই সাইটের মাধ্যমেই। ইতিমধ্যেই ব্যবস্থাটি চালু করতে মদের দোকানগুলোকে রেজিস্ট্রেশন করানোর পাশাপাশি তাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন করে মদের হোম ডেলিভারি শুরু করে দেওয়া যাবে বলে আশা করা হচ্ছে।'

রাজ্যে ১০ ঘণ্টায় ১০০ কোটি টাকার মদ বিক্রি

রাজ্যে ১০ ঘণ্টায় ১০০ কোটি টাকার মদ বিক্রি

শুধু মাত্র মদ বিক্রি করে ১০ ঘণ্টায় ১০০ কোটি টাকা আয় করেছে রাজ্য সরকার। মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত মদ বিক্রি করে ৬৫ কোটি টাকা আয় হয়েছে। দিশি, বিদেশি উভয় মদের বিক্রিতে পাল্লা দিয়ে আয় বেড়েছে। মদ বিক্রেতারা দাবি করেছেন সাধারণ সময়ের মতো মদের দোকান খুলে রাখালে আয় ১০০ কোটি ছাপিয়ে যেত।

English summary
how to order liquor online in west bengal in coronavirus lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X