For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার বুকে বিজেপির দলিত ভোটব্যাঙ্কের পরিসর বাড়াতে সাহায্য করেছেন যে নেতারা

বাংলার বুকে বিজেপির দলিত ভোটব্যাঙ্কের পরিসর বাড়াতে সাহায্য করেছেন যে নেতারা

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন কার্যত বিজেপির কাছে পাখির চোখ ছিল। ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপির ১৮ আসন দখল কার্যত বাংলার রাজনীতিতে আলোড়ন ফেলে দেয়। ২০১৬ বিধানসভাতেও যেখানে বিজেপি ২৯৪ আসনে ৩ টি আসন দখল করে সেখানে ২০১৯ এ ৪২ আসনের মধ্যে এই ১৮ আসন দখল কার্যত বিজেপির কাছে বাংলার বুকে রূপকথা হয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে বাংলার বুকে দলিত ভোট সহ জাতপাতের ভোটব্যাঙ্ক ২০২১ এর নির্বাচনে বড় ভূমিকা পালন করেছে। সেই জায়গা থেকে এই ভোটব্যাঙ্ক ঘিরে বিজেপির ফুলে ফেঁপে ওঠার নেপথ্যে থেকে যাচ্ছে একাধিক নেতার নাম।

বাম শাসিত কেরলে বিজেপির পদ্ম কুঁড়ি কি ফুটতে পারে! একাধিক সমীক্ষায় কী উঠে আসছে বাম শাসিত কেরলে বিজেপির পদ্ম কুঁড়ি কি ফুটতে পারে! একাধিক সমীক্ষায় কী উঠে আসছে

জঙ্গলমহল ও বিজেপি

জঙ্গলমহল ও বিজেপি

জঙ্গলমহলে দলিত ভোটব্যাঙ্ক ঘিরে রীতিমতো উত্থান দেকা গিয়েছে বিজেপির। সেক্ষেত্রে তার অন্যতম কারিগর জ্যোতির্ময় মাহাতো। পুরুলিয়ার এই সাংসদ লোকসভা ভোট থেকে শুরু করে বিধানসভা ভোট পর্যন্ত ধীরে ধীরে পিচ প্রস্তুত করেছেন গেরুয়া শিবিরের জন্য বিজেপির রাজ্য শাখার অন্যতম সাধারণ সম্পাদক এঅ নেতা জঙ্গলমহলে মোদী সুনামির নেপথ্যনায়ক হিসাবে পরিচিতি পেয়েছেন।

উত্তরবঙ্গ ও বিজেপির ভোটব্যাঙ্ক

উত্তরবঙ্গ ও বিজেপির ভোটব্যাঙ্ক

মালদার খগেন মুর্মু ২০০৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বামেদের দাপুটে নেতা ছিলেন। পরবর্তীকালে লোকসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দেন। এলাকায় পোক্ত করেন বিজেপির মাটি। কার্যত উপজাতি ভোটব্যাঙ্ক ঘিরে খগেন মুর্মু মালদার বুকে বড় ঝড় তুলেছেন বলে মনে করা হচ্ছে।

জাতপাতের রাজনীতি ও বিজেপির নদিয়া, ২৪ পরগনার পিচ

জাতপাতের রাজনীতি ও বিজেপির নদিয়া, ২৪ পরগনার পিচ

এদিকে, জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গের মালদাতে যেভাবে জাতিভিত্তিক ভোটব্যাঙ্কের দিক শক্তিশালী করার ক্ষেত্রে জ্যোতির্ময় থেকে খগেনরা বিজেপির হাত শক্ত করেছে, তেমনই বিজেপির ন্যাশনাল শিডিউলকাস্ট মোর্চার অরুণ হালদার দলিত নির্ভর ভোটব্যাঙ্ককে উত্তর ২৪ পরগনা থেকে নদিয়ার বুকে পোক্ত করেন। তিন বিজেপির জাতীয় এক্সিকিউটিভ সদস্য। ২০১৩ থেকে ২০১৯ পর্যন্ত দলিত যুব সমাজকে বিজেপির কাছে আনার নেপথ্যে অন্যতম কারিগর এই নেতা।

মতুয়া ভোটব্যাঙ্ক

মতুয়া ভোটব্যাঙ্ক

বিজেপির কাছে মতুয়া ভোটব্যাঙ্ক একটি বড় ইস্যু।
২০১৯ সালে এই ভোটব্যাঙ্ক বিজেপির মুখে হাসি ফুটিয়েছে। তখন থেকেই ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর বিজেপির পিচ পোক্ত করেছেন এলাকায়। বাংলার প্রাক্তন মন্ত্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের সন্তান শান্তনু যে মতুয়া ভোটে কতবড় ফ্যাক্টর তা প্রমাণ করেছে মতুয়া গড়ে অমিত শাহের সভায় জমায়েত থেকে মোদীর বাংলাদেশ সফরের মতো বিষয়। সিএএ সহ একাধিক ইস্যুতে মতুয়াদের ক্ষোভ বিক্ষোভ নিয়ে শন্তনুর পদক্ষেপ বহু সময়ই নজর কেড়েছে জাতীয় রাজনীতির।

বাঁকুড়ার জমি ও বিজেপি

বাঁকুড়ার জমি ও বিজেপি

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে ২০১৯ লোকসভা ভোটে তৃণমূলকে ৭৮ হাজারের বেশি ভোটে মাত দিয়ে গড় দখল করেন তৎকালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী নেতা সৌমিত্র খাঁ । মমতা শিবিরে থাকাকালীনই সৌমিত্র দলিত ভোটব্যাঙ্ক ঘিরে জমি পোক্ত করেন। এরপর বিজেপিতে যোগ দিয়ে দলের নানান পদে থেকে এই ভোটব্যাঙ্ককে পোক্ত করার চেষ্টা করেন গেরুয়া শিবিরের জন্য। এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, বিশেষজ্ঞদের মতো বাংলার বহু দলিত অধ্যুষিত এলকায় সৌমিত্রর কর্মকাণ্ড বিজেপিকে আরও জমি শক্ত করতে সাহায্য করেছে। তবে তার প্রতিফলন ২০২১ বিধানসভা ভোটে হয় কিনা সেদিকে তাকিয়ে বাংলা।

English summary
How BJP expanded its approach in Dalit Vote bank of West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X