For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডেঙ্গি থেকে সতর্ক হওয়ার উপায়গুলি একনজরে

পুজো গেলেও বর্ষা এখনও পুরোপুরি যায়নি। কলকাতার একাধিক জায়গায় দেখা দিয়েছে ডেঙ্গি আতঙ্ক। বেসরকারি হাসপাতালগুলি ভাসছে ডেঙ্গির রোগীতে। তবে সতর্ক থাকলে ডেঙ্গি হলেও রক্ষা পেতে পারেন।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

পুজো গেলেও বর্ষা এখনও পুরোপুরি যায়নি। কলকাতার একাধিক জায়গায় দেখা দিয়েছে ডেঙ্গি আতঙ্ক। বেসরকারি হাসপাতালগুলি ভাসছে ডেঙ্গির রোগীতে। যদিও মুখ্যমন্ত্রীর মতে সবই অপপ্রচার। তবে সতর্ক থাকলে ডেঙ্গি হলেও রক্ষা পেতে পারেন।

 ডেঙ্গি থেকে সতর্ক হওয়ার উপায়গুলি একনজরে

ডেঙ্গির জীবাণবহণকারী মশা কামড়ানোর তিন থেকে ১৪ দিনের মধ্যে জ্বর শুরু হয়। চিকিৎসকরা বলছেন এবছরে ডেঙ্গির বৈশিষ্ট্যগুলি নতুন। তাঁরা বলছেন বৈশিষ্ট্যগুলি বেশি ক্ষতিকারক।

ডেঙ্গি থেকে সতর্ক হওয়ার উপায়গুলি একনজরে

  • জ্বর হওয়ার পর সাধারণত শরীরে ব্যথা অনুভূত হয়। পেটে ব্যথা, সব সময়ে ক্লান্তি, মাথা ভার হয়ে থাকা, ঘনঘন বমি। চোখের পিছনে ব্যথাও ডেঙ্গির অন্যতম কারণ হতে পারে।
  • ডেঙ্গি হলেই প্রাথমিক অবস্থায় সব উপসর্গ রোগীর শরীরে দেখা যাবে, এমনটা নাও হতে পারে। উপেক্ষা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ।
  • ডেঙ্গি জটিল আকার ধারণ করলে রোগীর নাক-মুখ দিয়ে রক্তপাত , কালো মলত্যাগও হতে পারে। চিকিৎসকদের পরামর্শ, ডেঙ্গি রোগীদের অবস্থা দুতিনদিনের মাথাতে আচমকা খারাপ হওয়ায়, পরিস্থিতির গুরুত্ব বুঝে, খুব বেশি উপসর্গের জন্য অপেক্ষা না করে গোড়াতেই হাসপাতালে ভর্তি হয়ে যেতে হবে।
  • জ্বর হলে প্যারাসিটামল চাড়া অন্য কোনও জ্বরের ওষুধ খাওয়া চলবে না। জ্বরের ওষুধের সঙ্গে বারে বারে জল ও লিক্যুইড খাবার খেতে হবে। ঘন্টায় ঘণ্টায় জল কিংবা জলীয় খাবার খেলে ডিহাইড্রেশনের ভয় থাকবে না।
  • চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে প্রথম এক বা দুদিনেই ডেঙ্গি নির্ণয় করা সম্ভব।
  • ডেঙ্গি হলে ৬ থেকে ৮ দিন রোগীকে খুব সাবধানে রাখতে হবে। একইসঙ্গে সম্ভব হলে স্থানীয়ভাবে প্রশাসনকে জানানোর বন্দোবস্ত করা উচিৎ, যদি তারা শুনতে চায়। কেননা অনেক ক্ষেত্রেই স্থানীয় প্রশাসনের তরফে কোনও অজানা কারণে ডেঙ্গি স্বীকার করা হচ্ছে না।
  • ছোট বাচ্চা ও বয়স্কদের জ্বর হলে সাবধানতা অবলম্বন জরুরি।
English summary
How to aware of dengi fever.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X